পিএমএল-এন সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন শাহবাজ শরিফ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ মে ২০২৪, ২১:০৪
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (১৩ মে) দলের তথ্য সচিব মরিয়ম আওরঙ্গজেব এই তথ্য নিশ্চিত করেছেন।
দি নিউজের খবরে বলা হয়েছে, আওরঙ্গজেব তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে দলের সভাপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
পিএমএল-এন মহাসচিবকে সম্বোধন করে দেয়া পদত্যাগ পত্রে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ২০১৭ সালের ঘটনা উল্লেখ করে বলেন, ওই ঘটনার ফলে নওয়াজকে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দলের সভাপতিত্ব থেকে ‘অন্যায়ভাবে’ অযোগ্য ঘোষণা করা হয়েছিল। এরপরে তাকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছিল।’
শেহবাজ আরো বলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলীর দ্বারা আমি আনন্দিত যে এর দ্বারা আমাদের নেতাকে মর্যাদার সাথে মুক্ত করা হয়েছে। তার নিখুঁত সততা এবং আমাদের জাতির সেবার প্রতিশ্রুতি নিশ্চিত করেছে।’
পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি যে সময় এসেছে পাকিস্তান মুসলিম লীগ (এন)-এর সভাপতি হিসেবে নওয়াজ শরিফ পুনরায় আপন স্থান অলঙ্কৃত করার এবং তার বলিষ্ঠ নেতৃত্বে দলকে এগিয়ে নেয়ার। তাই দলের নীতির প্রতি গভীর কর্তব্যবোধ এবং শ্রদ্ধার সাথে আমি পাকিস্তান মুসলিম লীগের (এন) সভাপতি পদ থেকে পদত্যাগ করছি।’
প্রবীণ এই রাজনীতিকের পদত্যাগের পর পিএমএল-এন দলীয় সংবিধানের ১৫ ধারার অধীনে ১৮ মে লাহোরে পার্টির কেন্দ্রীয় কাউন্সিলের একটি সভা আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছে।
পিএমএল-এন মহাসচিব আহসান ইকবাল সাধারণ পরিষদের সব সদস্যকে বৈঠক সংক্রান্ত নোটিশ পাঠিয়েছেন।
সূত্র : দি নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা