১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এমবিএসের প্রত্যাশিত পাকিস্তান সফর স্থগিত

এমবিএসের প্রত্যাশিত পাকিস্তান সফর স্থগিত - ছবি : জিও নিউজ

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) প্রত্যাশিত পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। শনিবার (১১ মে) পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সূত্রগুলো আগে কোনো সময়সূচী না দিয়ে ইঙ্গিত করেছিল যে ক্রাউন প্রিন্স ১৯ মে ইসলামাবাদে দু’দিনের সফরে আসবেন। পররাষ্ট্র দফতরের মুখপাত্র মমতাজ জেহরা বালোচকে যখন এই বিষয়ে মন্তব্য করতে বলা হয়েছিল, শুক্রবার তিনি বলেছিলেন যে দুই দেশের মধ্যে সময়সূচীর ব্যাপারে বুঝাপাড়া শেষ হলেই তা প্রকাশ করা হবে। তবে তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে সফরটি শিগগিরই হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর, যার জন্য পাকিস্তানের জনগণ বিপুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

সূত্র : জিও নিউজ


আরো সংবাদ



premium cement