আবারো পিএমএল-এনের সভাপতি হচ্ছেন নওয়াজ শরিফ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ এপ্রিল ২০২৪, ১৫:৪৩
আদালত থেকে ‘ক্লিন চিট’ পাওয়ার পর পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) আবার ক্ষমতাসীন দলের সভাপতি হিসেবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে নির্বাচন করতে প্রস্তুত।
পার্টির নেতৃবৃন্দের বৈঠকের পর লাহোরে এক সংবাদ সম্মেলনে এমনটি জানান পিএমএল-এন পাঞ্জাবের সভাপতি রানা সানাউল্লাহ।
শুক্রবার রানা ঘোষণা দেন, নওয়াজ শরীফ ক্ষমতাসীন দলের ড্রাইভিং সিট পুনরায় বসবেন। তিনি আবার দলকে নেতৃত্ব দেবেন। পিএমএল-এন তার নেতৃত্বে আরো এগিয়ে যাবে।’
পিএমএল-এন সুপ্রিমো আদালত থেকে ‘ক্লিন চিট’ পেয়েছেন।
উল্লেখ্য, প্রাপ্য বেতন ঘোষণা না করার কারণে সুপ্রিম কোর্ট সরকারি পদের জন্য আজীবন অযোগ্য ঘোষণা করেন নওয়াজ শরীফকে। পরে নওয়াজ ২০১৭ সালে দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এছাড়া পানামা পেপারস মামলায় সুপ্রিম কোর্ট ২০১৮ সালে নওয়াজকে পিএমএল-এন সভাপতি হিসেবে অযোগ্য ঘোষণা করেছিল।
সূত্র : দি নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা