১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশ-ভারতে বৃহস্পতিবার ঈদ হলেও পাকিস্তানে বুধবার

পাকিস্তানে চাঁদ দেখার দৃশ্য - ছবি : সংগৃহীত

বাংলাদেশের মতো মঙ্গলবার ভারতের বেশিভাগ এলাকার আকাশেও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য প্রতিবেশী দেশ দু’টিতে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।

ভারতের রাজধানী দিল্লি ও লক্ষ্মৌতে নতুন চাঁদ দেখা যায়নি। এজন্য স্থানীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

তবে কেরালার চাঁদ দেখা কমিটি জানিয়েছে, অঞ্চলটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবারই সেখানে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। কারগিলেও বুধবার ঈদ বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

অপরদিকে, নতুন চাঁদ দেখা যাওয়ায় বুধবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি।

মঙ্গলবার সন্ধ্যায় কমিটির বৈঠক শেষে এর চেয়ারম্যান মাওলানা আব্দুল খাবির আজাদ সংবাদ সম্মেলনে জানান, দেশটির করাচি, দির, ফয়সালাবাদ, স্কারদুসহ বিভিন্ন এলাকায় চাঁদ দেখা গেছে। এজন্য বুধবারই পাকিস্তানে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র : জিও নিউজ

 

 

 


আরো সংবাদ



premium cement