পাকিস্তানকে নিরাপত্তা সহযোগিতা দেয়ার সংকল্প পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ এপ্রিল ২০২৪, ১৬:১৪
পাকিস্তানকে নিরাপত্তা সহযোগিতা দেয়ার সংকল্প পুনর্ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, পাকিস্তানের সাথে নিরাপত্তা-সম্পর্কিত সহযোগিতাকে মার্কিন যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দেয়। এই বিষয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো প্রসারিত করতে কাজ চালিয়ে যাবে।
প্রতিবেশী দেশগুলোর থেকে উদ্ভূত নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় এবং তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি)-এর বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের প্রতি মার্কিন সমর্থনের বিষয়ে একটি প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছিলেন। এরই প্রতিক্রিয়ায় বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি আঞ্চলিক অগ্রগতি ও সমৃদ্ধির যৌথ লক্ষ্য অর্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার পাকিস্তানের ইচ্ছার উপর জোর দেয়ার পরে ওয়াশিংটনের এমন আশ্বাস দেন।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী শেহবাজকে একটি চিঠি দিয়েছিলেন। সেখানে তিনি নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে স্থায়ী অংশীদারিত্বের উপর জোর দেন।
সূত্র : দি নিউজ