১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

অস্ত্র রফতানি বাড়াতে যা করছে ভারত

এবার বিদেশেও অস্ত্র রফতানি করবে ভারত - প্রতীকী ছবি

ইন্দো-প্যাসিফিক আর্মিস চিফস কনফারেন্স (আইপিএসিসি) ভারতের দিল্লিতে হবে আগামী ২৬-২৭ সেপ্টেম্বর। সেখানে ভারত প্রায় ৩৫টি দেশের সামনে তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক অস্ত্র ও সাজ-সরঞ্জাম প্রদর্শন করবে। ভারত মনে করছে, এবার অস্ত্র রফতানির ক্ষেত্রে নতুন নতুন ক্ষেত্র খুলে যেতে পারে।

আনম্যানড এরিয়াল সিস্টেম, ড্রোন রুখে দেয় এমন বন্দুক, জ্যামার্স, স্নাইপার রাইফেল, সুরক্ষার কবচ এই প্রদর্শনীতে তুলে ধরবে ভারত। সূত্রের খবর, ২০২৪-২৫ সালে ভারত অন্তত ৩৫ হাজার কোটি টাকার অস্ত্র বিদেশে রফতানি করতে চাইছে।

ভারত ও মার্কিন সেনাবাহিনী যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে। স্থলবাহিনীর ক্ষেত্রে এটা সর্ববৃহৎ প্রদর্শনী বলে গণ্য করা হচ্ছে। ২০টি দেশের সেনাপ্রধানরা আসবেন ভারতে। অন্যান্য দেশের সহ-সেনাপ্রধান অথবা ডেপুটি কমান্ডাররা আসবেন।

ইন্দো-প্যাসিফিক রিজিয়নে শান্তি বজায় রাখা, সুরক্ষা যথাযথ রাখার ক্ষেত্রে এই উদ্যোগ কাজ করবে বলে মনে করা হচ্ছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, আইপিএসিসি একটা বড় মঞ্চ। ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে কতটা এগিয়ে রয়েছে তা অন্যান্য দেশের সামনে তুলে ধরার এটা একটা বড় সুযোগ। দেশের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা ঠিকঠাকভাবে মোকাবেলার ক্ষেত্রে দেশ কতটা প্রস্তুত সেটাও দেখা যাবে এবার।

যে দেশগুলো এখানে অংশগ্রহণ করবে সেগুলো হলো- আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, কানাডা, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, মলদ্বীপ ও পাপুয়া নিউগিনি।

যেসব সামরিক সাজ-সরঞ্জাম প্রদর্শন করা হবে সেগুলো হলো- মেশিন পিস্তল, রোবোটিক সাজ-সরঞ্জাম, স্বয়ংক্রিয়ভাবে অস্ত্র পরিষ্কারের সিস্টেম দেখানো হবে। প্রায় ৩০টি ভারতীয় ভেন্ডর এই প্রদর্শনীতে অংশ নেবে।

বেঙ্গালুরুর এসএসএস ডিফেন্সের সিইও বিবেক কৃষ্ণান জানিয়েছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে রফতানি বৃদ্ধি করতে ও নতুন নতুন দরজা খুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশ।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
ফেনীতে ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে ১৪ দলের নেতারা গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ১৮ হাজার যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের মুক্তি না দেয়া হবে আন্দোলন চালিয়ে যাব : আরিফুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে : অর্থসচিব কাতারে ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত মিয়ানমারে বিদ্রোহীদের দখলে তিন শ’র বেশি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার প্রথম বছরেই ব্র্যান্ড ফোরাম পুরস্কার পেল রিচ্যাবল

সকল