১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

জি-২০ সম্মেলনে ভিডিও ভাষণও দেবেন না পুতিন

জি-২০ সম্মেলনে ভিডিও ভাষণও দেবেন না পুতিন - ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত না থাকার কথা আগেই জানিয়েছিলেন। এখন জানানো হলো, এই সম্মেলনে তার ভিডিও ভাষণ দেয়ারও পরিকল্পনা নেই।

বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র ও তার কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে পুতিন পৃথক ভিডিও ভাষণ দেবেন কিনা।

জবাবে দিমিত্রি পেসকভ বলেন, ‘না, কোনো পরিকল্পনা নেই।’

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শীর্ষ সম্মেলনে যাবতীয় কাজ তার নেতৃত্বেই হবে বলে জানান ক্রেমলিনের মুখপাত্র।

গত মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলন হয়। এই সম্মেলনেও যোগ দেননি পুতিন। সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।

তবে ব্রিকস শীর্ষ সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে ভাষণ দিয়েছিলেন পুতিন। তিনি তার ভাষণে ইউক্রেন সঙ্ঘাতের জন্য পশ্চিমাদের দায়ী করেন।

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংও অংশ নেবেন না।

সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement
ইসরাইলের হামলায় গাজায় জার্মান পরিবারের ৬ সদস্য নিহত পিরোজপুরে দিনমজুরের স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টা স্বতন্ত্র প্রার্থীরা ‘এক শতাংশ ভোটারের সমর্থন’ নিয়ে বিপাকে ২ পুলিশ কমিশনারসহ ৫ এসপি প্রত্যাহার পেঁয়াজের বাজারে অভিযান : ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা ফেনীতে ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে ১৪ দলের নেতারা গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ১৮ হাজার যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের মুক্তি না দেয়া হবে আন্দোলন চালিয়ে যাব : আরিফুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী

সকল