০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

‘ভারতে অর্থনীতি সম্পর্কে আশাবাদ সত্ত্বেও কোটি কোটি নাগরিক কষ্ট করছে’

‘ভারতে অর্থনীতি সম্পর্কে আশাবাদ সত্ত্বেও কোটি কোটি নাগরিক কষ্ট করছে’ - সংগৃহীত

মঙ্গলবার প্রকাশিত গ্যালোপ জরিপ অনুসারে, অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাওয়ায় ভারতে জীবনযাত্রার মান উন্নত হওয়া সত্ত্বেও গত বছর ভারতে ৫০ কোটির বেশি মানুষের খাদ্যের যোগান দিতে গিয়ে সংগ্রাম করেছে। ২০১৬ সাল থেকে এই সংখ্যা তিনগুণ বেড়েছে।

সেই বিপরীত চিত্রটি জরিপে উঠে এসেছে ‘ভারতীয়রা উজ্জ্বল অর্থনৈতিক ভবিষ্যৎ দেখে কিন্তু এখনো বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’

সমীক্ষায় দেখা গেছে, ৫৭ শতাংশ ভারতীয় বলেছেন, তাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে কিন্তু কোটি কোটি মানুষের পরিস্থিতি এখনো খারাপ।

গ্যালপ জরিপ অনুসারে, ২০২২ সালে ৫ জনের মধ্যে ২ জনের বেশি (৪৩ শতাংশ) বলেছেন, তারা গত ১২ মাসে খাবারের মূল্যের সামর্থ্যের জন্য লড়াই করেছেন। মাঝে মাঝে মাথার ওপর ছাদ জোগাড় করা এক-তৃতীয়াংশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

যদিও ভারতের অর্থনীতি ভালো চলছে, সাম্প্রতিক বছরগুলোতে অনেক দেশকে প্রভাবিত করেছে এমন উচ্চ মুদ্রাস্ফীতির প্রভাব থেকে এটি বাইরে নয়।

অর্থনীতিবিদরা বলছেন, অনেক মানুষের জন্য গোদের উপর বিষফোড়ার মতো বেকারত্বের সাথে মুদ্রাস্ফীতিও আঘাত হানছে।

অর্থনীতিবিদ অরুণ কুমারের মতে, এটি কেবল বেকারত্বের ব্যাপার নয়। তিনি উল্লেখ করেন, দেশে কর্মসংস্থান খুব কম, যেখানে বেশিরভাগ শ্রমশক্তির আত্মকর্মসংস্থান রয়েছে।

এই চ্যালেঞ্জ সত্ত্বেও জরিপ অনুসারে অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে ধারণা উন্নত হচ্ছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement