১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

মুসলিম শিক্ষার্থীকে পাকিস্তান চলে যেতে বললেন কর্নাটকের শিক্ষিকা


ভারতের রাজ্য দিল্লির পর এবার কর্নাটকের একটি সরকারি স্কুলে মুসলিম শিক্ষার্থীদের পাকিস্তানে চলে যেতে বলেছেন এক শিক্ষিকা। অভিযুক্ত ওই শিক্ষিকার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা দফতর।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বিষয়টি নিশ্চিত করেছে। পত্রিকাটি জানিয়েছে, অশান্তি এড়াতে প্রাথমিকভাবে ওই শিক্ষিকাকে অন্য স্কুলে বদলি করা হয়েছে।

ঘটনাটি কর্নাটকেরশিবমোগ্গা জেলার। স্থানীয় সরকারি স্কুলের অভিযুক্ত শিক্ষকার নাম মঞ্জুলা দেবী। ওই স্কুলে গত ৯ বছর ধরে কর্মরত তিনি।

এ ঘটনায় বেশ কয়েকজন মুসলিম ছাত্র অভিযোগ করেছে, তারা মুসলিম হওয়ায় ওই শিক্ষিকা তাদেরকে পাকিস্তান চলে যেতে বলেছেন। ওই শিক্ষিকা এর বাইরেও ধর্মীয় বিদ্বেষমূলক একাধিক মন্তব্য করেছেন বলেও তারা অভিযোগ করেছে।

এই ঘটনার তদন্ত শুরু করেছেন ব্লক শিক্ষা কর্মকর্তা পি নীরজ। প্রাথমিকভাবে শিক্ষিকাকে অন্য স্কুলে পাঠানো হয়েছে।

এর আগে দিল্লির একটি সরকারি স্কুলে শিক্ষকার বিরুদ্ধেও শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছিল।


আরো সংবাদ



premium cement

সকল