ইমরানকে সাজা দেয়া বিচারককে ওএসডি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ আগস্ট ২০২৩, ১৭:১৬

তেহরিকে ইনসাফ পাকিস্তানের (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সাজা দেয়া অতিরিক্ত জেলা ও সেশন বিচারক হুমায়ুন দিলাওয়ারকে ওএসডি করা হয়েছে।
আলোচিত তোশাখানা মামলায় ইমরান খানকে সাজা দেয়ার পর ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) হুমায়ুন দিলাওয়ারকে ওএসডি করেছেন।
শুক্রবার জিও নিউজ জানায়, ইসলামাবাদ হাইকোর্টের এই সিদ্ধান্তের পর সেখানকার অতিরিক্ত রেজিস্ট্রার এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ওই বিজ্ঞপ্তিতে বিচারক হুমায়ুন দিলাওয়ারকে ইসলামাবাদ হাইকোর্টে রিপোর্ট করার নির্দেশ দেয়া হয়েছে।
বিচারক হুমায়ুন দিলাওয়ার গত ৫ আগস্ট তোশাখানা মামলায় পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে সাজা প্রদান করেন।
সূত্র : জিও নিউজ