২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

ভারতে আড়াই লাখ কেজি দরে নিলামে আম বিক্রি

ভারতে আড়াই লাখ কেজি দরে নিলামে আম বিক্রি। -

এক কেজি আমের দাম আড়াই লাখ রুপি। ওজন করে একটি আম বিক্রি হলো ১০ হাজার ৬০০ টাকায়। কিনলেন মির্জা ইজাজ বেগ ওরফে পপিন নামে এক ব্যক্তি।

পৃথিবীর সবচেয়ে দামি প্রজাতির আমের মধ্যে অন্যতম জাপানের মিয়াজাকি। ওই প্রজাতির আমের ফলন হয়েছে ভারতের বীরভূমের একটি মসজিদের কাছে। ওই আমই নিলামে আড়াই লাখ রুপিতে কেজি দরে কিনেছেন কাপড় ব্যবসায়ী পাপিন।

পপিন জানান, আমটি খাবার পর তিনি আঁটি মাটিতে পুঁতে রাখবেন। বাড়ির বাগানে জাপানি এ আমগাছ দেখতে পাওয়াই তার লক্ষ্য।

বীরভূমের দুবরাজপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের একটি মসজিদের কাছের জমিতে রয়েছে মিয়াজাকি আমগাছ। আম দেখে মসজিদ কমিটি বুঝতে পারেন যে দামি প্রজাতির আমগাছ এটি। তারপরই শুরু হয় শোরগোল। গাছে আম ধরেছে মোট আটটি।

তবে মসজিদ কমিটি সিদ্ধান্তে নিলাম ডাকা হয়। শুক্রবার নিলামে ১০ হাজার ৬০০ রুপি দিয়ে একটি আম কেনেন পপিন।

দুবরাজপুরের বাসিন্দা পপিন জানান, মসজিদ কর্তৃপক্ষকে আর্থিক সাহায্য করতেই তিনি নিলামে ১০ হাজার ৬০০ রুপিতে আমটি কিনেছেন।

তার কথায়, ‘আন্তর্জাতিক বাজারে এক লাখ রুপি টাকা কেজি দরে এ আম বিক্রি হয়। আগে খাব। তবে এখান থেকে নতুন একটা আমগাছ চাই।’

বছর তিনেক আগে শেখ নিজামুদ্দিন ওরফে সোনা নামে ওই এলাকারই এক যুবক বিদেশে বেড়াতে গিয়ে আমগাছটির চারা কিনে এনে লাগিয়েছিলেন মসজিদের পাশে। কিছু দিন আগে তার মৃত্যু হয়।

তার বড়ভাই সেখ মোতায়ার হোসেন ওরফে বাবলু বলেন, ‘ভাইয়ের গাছের নেশা ছিল। এখান-ওখান থেকে বিভিন্ন চারা এনে লাগাত। কিছু দিন আগে ক্যানসারে ওর মৃত্যু হয়। আর এ গাছটি বড় হওয়ায় বুঝতে পারলাম, এটা উন্নত প্রজাতির। আমের রংটাই অন্য রকম।’

মসজিদ কমিটি জানায়, গাছে ফল ধরার পর তারা খোঁজ-খবর শুরু করে। তারপর জানতে পারে যে এটি মিয়াজাকি আমগাছ।

আম দেখতে আসা সিউড়ির এক চারাগাছ বিক্রেতা সাগর মাল জানায়, ‘মূলত জাপানি প্রজাতির এ আমগাছ ভারতের জলবায়ুতে বড় হলেও তাতে ফল সচরাচর হয় না। বাংলাদেশের দু’এক জায়গায় এ আমগাছ রয়েছে বলে শুনেছি। এ আমের বৈশিষ্ট্য হলো এর স্বাদ। খেতে ভীষণ মিষ্টি এ আমটির আঁটি খুব ছোট হয়। আর এ আম সহজলভ্য না হওয়ায় পৃথিবীর দামি আমগুলোর মধ্যে এটি অন্যতম। প্রায় দুই লাখ রুপিতে কেজি দরে ভারতের বিভিন্ন বাজারে পাওয়া যায় এই আম।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
দূষণে শীর্ষে দুবাই, 'মধ্যম' ঢাকার বাতাস বাইরের কেউ যেন বাংলাদেশের নির্বাচনে বাধা না দেয় : নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সতর্কবার্তা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রের কাছে রুশ হামলায় আহত ১৩ টঙ্গীতে গলা কেটে গর্তে পুঁতে রাখা হয় নারীর লাশ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির লাগাতার কর্মসূচির চতুর্থ দিন আজ কালীগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা : জনমনে আতঙ্ক ভারতের সাথে রুপিতে লেনদেন ব্যবসায়ীদের কতটা কাজে আসছে? যুক্তরাষ্ট্র-চীন ইকোনমিক ও ফিনান্সিয়াল ওয়ার্কিং গ্রুপ চালু বৃষ্টির শঙ্কা মাথায় রেখে সিরিজে এগিয়ে যাবার মিশনে নামছে বাংলাদেশ রোনালদোর জোড়া গোলে আল নাসেরের জয় সামিয়া হত্যার ১৬ দিনেও গ্রেফতার হয়নি কেউ

সকল