০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতের ট্রেন দুর্ঘটনা : ‘দুঃস্বপ্নের’ বর্ণনা দিলেন বেঁচে থাকা এক যাত্রী

- ছবি - ইন্টারনেট

ঘুমিয়ে পড়েছিলাম কখন বুঝতে পারিনি, হঠাৎ জেগে উঠলাম। দেখলাম আমি অনেকের নিচে চাপা পড়ে আছি। ভারতের ওড়িশার বালেশ্বর রাজ্যে ভয়াবহ দুর্ঘটনার শিকার এক ব্যক্তি চোখে-মুখে আতঙ্ক নিয়ে কথাগুলো বলছিলেন।

শুক্রবার সন্ধ্যায় ভারতের এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ জনে। আহত হয়েছে প্রায় নয় শ’। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এই দুর্ঘটনায় বেঁচে ফেরা এক ব্যক্তির কাছে পুরো ঘটনাটি দুঃস্বপ্নের মতেই লাগছিল। কারণ তিনি ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনার সময় ট্রেনটি যখন উল্টে যায়, তখন তিনি জেগে উঠেন।

সেই সময়ের কথা তিনি বর্ণনা করেন এইভাবে, ‘আমার ঘুম ভেঙে যায়। দেখি আমি ১০-১৫ জনের নিচে চাপা পড়ে আছি। ট্রেনের ঠিক যে অংশটায় দুর্ঘটনা ঘটেছিল, সে পাশেই ছিলাম। চারদিক অন্ধকার। আমি হাতে ও ঘাড়ে প্রচণ্ড ব্যথা পাই।’

তিনি বলতে থাকেন, ‘আমি দেখছিলাম, কেউ হাত হারিয়েছেন, কেউ পা। আমি সেখান থেকে বের হয়ে আসি এবং তখন থেকে একই জায়গায় বসে আছি।’

এদিকে ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার শিকার মানুষ সাহায্য চাচ্ছে এবং অনেকে ধ্বংস্তুপের পাশে কাঁদছেন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘আমি দুর্ঘটনাস্থলেই ছিলাম। চারদিকে রক্ত, শরীরের ছিন্ন-ভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং চারদিকের মানুষগুলো চোখের সামনেই মারা যাচ্ছে।’

সূত্র : রয়টার্স ও বিবিসি


আরো সংবাদ



premium cement