২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০, ১৩ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

দিল্লিতে কুস্তিগিরদের আটকের নিন্দা অলিম্পিক কমিটির

আন্তর্জাতিক প্রতিযোগিতায় মেডেলজয়ী কুস্তিগিরদের ওপরে পুলিশের বলপ্রয়োগ। - ছবি : সংগৃহীত

ভারতের কুস্তিগিরদের ওপরে রোববার (২৮ মে) দিল্লি পুলিশ যেভাবে বলপ্রয়োগ করে তাদের আটক করেছিল, তার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য ব্রিজভূষণ শরণ সিং এক কিশোরীসহ একাধিক নারী কুস্তিগিরকে যৌন হেনস্থা করেছেন, এ অভিযোগে তাকে গ্রেফতারের দাবিতে আন্তর্জাতিক পদকজয়ী কুস্তিগিররা এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালাচ্ছে।

গত রোববার তারা ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধনের দিন দিল্লিতে মিছিল করতে গেলে পুলিশ বিখ্যাত কুস্তিগিরদের বলপ্রয়োগ করে আটক করে এবং তাদের ধর্না শিবির ভেঙে দেয়।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তিগিরদের ওপরে পুলিশের ওই বলপ্রয়োগের ঘটনাকে নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও বিশ্ব কুস্তির নিয়ামক সংগঠন ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।

আইওসি ও বিশ্ব কুস্তি সংস্থার নিন্দা
কুস্তিগিরদের ওপর পুলিশের বলপ্রয়োগ ও তাদের ধর্না শিবির ভাঙার নিন্দা করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তও দাবি করেছে।

ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধনের দিন আন্দোলনরত কুস্তিগিররা মিছিল করতে গেলে প্রথমে পুলিশ তাদের আটকায়, তারপরে মাটিতে ফেলে, চ্যাংদোলা করে, ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলে।

যাদের আটক করা হয়েছিল, তাদের মধ্যে ছিলেন অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির সাক্ষি মালিক, বজরং পুণিয়া ও দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভিনেশ ফোগট।

ক্রীড়াবিদদের নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত তদন্ত শেষ করার দাবিও জানিয়েছে আইওসি।

বিশ্ব কুস্তির নিয়ামক সংগঠন ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের সাথে আইওসি এ বিষয়ে যোগাযোগ রাখছে।

ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংও এক পৃথক বিবৃতিতে বলেছে, ‘ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে হেনস্থা ও নিপীড়নের যেসব অভিযোগ তুলে কুস্তিগিররা প্রতিবাদ জানাচ্ছেন, তার দিকে সংগঠন গভীর উদ্বেগের সাথে নজর রাখছে।

ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং বলছে, এখন পর্যন্ত তদন্তের কোনো ফলাফল না আসাতেও সংগঠন হতাশ।

নির্বাচন সময় মতো না করা হলে তারা ভারতীয় কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করে দিতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে।

অভিযোগের প্রমাণ নেই : দিল্লি পুলিশ
সংবাদ সংস্থা এএনআই দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, তাদের তদন্ত রিপোর্ট ১৫ দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। তা চার্জশিট অথবা চূড়ান্ত রিপোর্ট- যেকোনোভাবেই আদালতে জমা দেয়া যেতে পারে বলে পুলিশ জানিয়েছে।

দিল্লি পুলিশের এক শীর্ষ কর্মকর্তা এএনআইকে জানিয়েছেন, ‘শিশু-কিশোরদের যৌন নিপীড়ন রোধ আইন পক্সোর যে ধারায় এফআইআর হয়েছে, তাতে সাত বছরের কারাদণ্ড হতে পারে, তাই তদন্তকারী অফিসার কোনোভাবেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারেন না, যেমনটা দাবি করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সাক্ষীদের প্রভাবিত করা অথবা প্রমাণ লোপাট করার চেষ্টা করছেন তিনি (ব্রিজ ভূষণ শরণ সিং), এটাও সত্য নয়।’

এএনআই ওই খবর দেয়ার পরে দিল্লি পুলিশের তরফে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বলা হয়েছে, ‘ওটা ভুল খবর, তদন্ত এখনো চলছে।’

আবার কিছুক্ষণ পরে ওই টুইটার পোস্টটি ডিলেট করেছে দিল্লি পুলিশ।

গঙ্গায় মেডেল ভাসানোর অভূতপূর্ব হুমকি
কুস্তি ফেডারেশনের সভাপতিকে গ্রেফতারের দাবিতে ধর্নারত কুস্তিগিরদের যেভাবে পুলিশ মাটিতে ফেলে মারধর করে আটক করেছে, তার পরে মঙ্গলবার কুস্তিগিররা হঠাৎই সিদ্ধান্ত নিয়েছিলেন যে অলিম্পিক, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসসহ জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা দেশের হয়ে যেসব মেডেল জিতে এনেছিলেন, সেগুলো গঙ্গা নদীতে ভাসিয়ে দিবেন।

এ ধরনের সিদ্ধান্ত ক্রীড়াজগতে অভূতপূর্ব।

সারাজীবনের প্রাপ্তি ওই সব মেডেলসহ কুস্তিগিররা হরিদ্বারে গঙ্গার ঘাটেও গিয়েছিলেন। কাঁদতে কাঁদতে তাদের বলতে শোনা গিয়েছিল, ‘অপমান, যে ব্যবহার তাদের পেতে হলো পুলিশের কাছে, তারপরে দেশের হয়ে জিতে আনা ওই সব মেডেলের আর কোনো দাম নেই তাদের কাছে।’

একেবারে শেষ মুহূর্তে গঙ্গার ঘাটে পৌঁছান কৃষক নেতা নরেশ টিকায়েত। তিনি জাঠ সমাজেরও নেতা, আবার আন্দোলনরত কুস্তিগিরদের একটা বড় অংশই হরিয়ানার জাঠ।

কুস্তিগিরদের বুঝিয়ে শুনিয়ে গঙ্গায় মেডেল ফেলে দেয়া থেকে বিরত করেন নরেশ টিকায়েত।

তিনি বলেন, ‘মেডেলগুলো তো দেশের সম্পদ, আবার আপনারাও দেশের সম্পদ। তাই এটা করবেন না আপনারা। এরপরে কী করা যায়, তা নিয়ে পাঁচ দিন সময় নেয়া হোক।’

কৃষক নেতার কথা মতো কুস্তিগিররা সরকারকে পাঁচ দিন সময় দিয়েছে।

‘মেডেল বিসর্জন’ দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত
কুস্তিগিরদের মেডেল গঙ্গায় ‘বিসর্জন’ দেয়ার সিদ্ধান্তটাকে অনেকেই দুর্ভাগ্যজনক বলছে।

‘দ্য হিন্দু’ সংবাদপত্রের সহ-সম্পাদক রাকেশ রা বলছেন, কুস্তিগিরদের আন্দোলনের ইস্যুর সাথে মেডেলের কোনো সম্পর্ক নেই।

তার কথায়, ‘ওদের চিন্তাভাবনার প্রতি আমার করুণা হয়। কড়া পরিশ্রম করে দেশের জন্য মেডেল পেয়েছে ওরা। কিন্তু সেগুলো বিসর্জন দিয়ে নিজের পরিশ্রম, দেশের জন্য তারা এত কিছু করেছে, সব কিছুকেই অপমান করল ওরা।’

আবার ক্রীড়া সাংবাদিক নৌরিস প্রিতমের সহমর্মিতা রয়েছে কুস্তিগিরদের সাথে।

তিনি বলেন, ‘সরকারেরও বোঝা উচিত যে এই খেলোয়াড়রা দেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আপনি ভেবে দেখুন, ৪০ দিনেরও বেশি হয়ে গেছে কুস্তিগিররা বাড়ির সব সুবিধা ছেড়ে তাঁবু খাটিয়ে থাকছিল। সেখানে মশা আছে, টয়লেটের সুবিধা নেই, তাদের ধৈর্যের সীমা তো অতিক্রান্ত হবেই। তবে কুস্তিগিরদের গঙ্গায় মেডেল ভাসানোর সিদ্ধান্তের সাথে একমত নই। কিন্তু সরকারেরও তো বোঝা উচিত যে এই পরিস্থিতিটা তৈরি কেন হলো।

আন্দোলন নিয়ে সিদ্ধান্ত নিবে মহাপঞ্চায়েত
কুস্তিগিরদের আন্দোলন নিয়ে বৃহস্পতিবার (১ জুন) উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে একটা মহাপঞ্চায়েত বা খাপ পঞ্চায়েতের ঘোষণা করেছেন নরেশ টিকায়েত।

বুধবার তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন, ,আন্দোলনের পরের পর্যায় নিয়ে সিদ্ধান্ত নিবে ওই মহাপঞ্চায়েত। সেখানে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব আর রাজস্থানের খাপ নেতারা যোগ দিবেন।’

মহাপঞ্চায়েত বা খাপ পঞ্চায়েত জাঠ সমাজের একটা নিজস্ব ব্যবস্থা, যেখানে সমাজের মোড়লরা মিলিতভাবে কোনো গুরুত্বপূর্ণ সামাজিক বা রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। আবার গ্রাম স্তরে খাপ পঞ্চায়েত থেকে বিবাহ বা অন্য কোনো ব্যক্তিগত বিষয় নিয়েও সিদ্ধান্ত ঘোষণা করা হয়। খাপের সিদ্ধান্ত না মানলে হত্যা পর্যন্ত করার ইতিহাস আছে জাঠ সমাজে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৯৩ হবিগঞ্জে বজ্রপাতে ২ নারীর মৃত্যু, আহত ১ বিশ্বকাপে হাজির পাকিস্তানের ‘সুপারফ্যান’ বশির চাচা সিংড়ায় পানিতে ডুবে ভাইয়ের মৃত্যু, বোন নিখোঁজ শ্রীলঙ্কাকে ২৬৩ রানেই আটকে দিয়েছে বাংলাদেশ খালেদা জিয়াকে আবারো সিসিইউতে স্থানান্তর সরকার গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে : এ টি এম মা’ছুম পাকিস্তানে আরেক স্থানে হামলা : নিহত ৪, ভেঙ্গে পড়েছে মসজিদ বগুড়ায় নিখোঁজের ১৩ দিন পর যুবকের লাশ উদ্ধার নিরপেক্ষ নির্বাচন হলে মন্ত্রী-এমপিদের জমানত বাজেয়াপ্ত হবে : ডা. ইরান মিঠুপুকুরে আওয়ামী লীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ, আহত ২ শতাধিক

সকল