২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

অফিসারের লাখ রুপির ফোন পুকুরে : তুলে ফেলা হলো সব পানি

অফিসারের লাখ রুপির ফোন পুকুরে : তুলে ফেলা হলো সব পানি - ছবি : সংগৃহীত

অফিসারের দামি ফোন টুপ করে পড়ে গিয়েছিল পুকুরে। আর ওই ফোন খুঁজে পেতে সেই পুকুর থেকে ২১ লাখ লিটার পানি ফেলে দিলেন ওই কর্মকর্তা। ওই কর্মকর্তার নাম রাজেশ বিশ্বাস। তিনি ছত্তিশগড়ের কোইলিবেড়া ব্লকের খাদ্য কর্মকর্তা। তার প্রায় লাখ রুপি দামের ফোন পড়ে গিয়েছিল ওই জলাধারে। আর অফিসারের ফোন বলে কথা। স্থানীয়রা সাথে সাথেই পানিতে নেমে পড়েছিল ফোন উদ্ধারের জন্য। কিন্তু পাথরের কারণে খুঁজে পাওয়া যায়নি। আর সূত্রের খবর সেই ফোন ফিরে পেতে ওই কর্মকর্তা এরপর পুকুরটি থেকে পানি তুলে ফেলার নির্দেশ দেন। তারপর শুরু হয় পানি তোলার কাজ। তিন দিন ধরে পানি তোলা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে সূত্রে খবর।

সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় শুরু হয় ওই পানি তোলার কাজ। বৃহস্পতিবার পর্যন্ত চলে এই কাজ। জলাধারের বহু মূল্যবান পানিকে এভাবে নিজের ফোনের জন্য ফেলে দিলেন কর্মকর্তা। শেষ পর্যন্ত সেচদফতর এতে হস্তক্ষেপ করে। কারণ ওই রিজার্ভারের পানি দিয়ে অন্তত ১৫০০ একর চাষের জমিতে পানিসেচ করা যেত। সেই পানিই এভাবে ফেলে দেয়া হলো! বলা ভালো নষ্ট করা হলো। এতটাই দাপট কর্মকর্তার।

এদিকে ওই কর্মকর্তার দাবি, ওই ফোনে সরকারি নানা তথ্য ছিল। সেকারণে পানি তোলার দরকার ছিল। তার দাবি এসডিওর কাছ থেকে তিনি মৌখিক অনুমতি নিয়েছিলেন। তিনি নাকি জানিয়েছিলেন, তিন-চার ফুট পানি তুললে বড় কিছু হবে না। এতে বরং সুবিধাই হবে চাষিদের।

কর্মকর্তার দাবি, স্থানীয়দের সহায়তায় তিনি এই কাজ করেছেন। আর ফোনটাও ফিরে পেয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে একে প্রচণ্ড গরম। খাল বিল শুকিয়ে যাচ্ছে। পানি সঙ্কট এলাকায়। সেই পরিস্থিতিতে এভাবে পানি ফেলে দেয়াটা কতটা যুক্তিসংগত তা নিয়ে প্রশ্নটা থেকেই গেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
লোয়ার অর্ডারের চেষ্টায় মধ্যমানের সংগ্রহ পেল নিউজিল্যান্ড খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার দাবিতে বাকৃবির ১০১ প্রফেসরের বিবৃতি বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালে ফ্লাডলাইটে আগুন ধুনটে বাবা-মার উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা রাণীনগরে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৯ কোনো দলকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে বিএনপির রোড মার্চ অনুষ্ঠিত জাতিসঙ্ঘের সামনে আ’লীগ-বিএনপির মধ্যে বোতল ছোড়াছুড়ি চান্দিনায় নিখোঁজ প্রতিবন্ধী শিশুর লাশ মিললো পুকুরে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সম্পাদক মাসুম চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহিদ, সম্পাদক মিজান

সকল