মোদিকে লক্ষ্য করে ছোঁড়া হলো মোবাইল
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ মে ২০২৩, ১২:১৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শোয়ে তাকে উদ্দেশ্য করে ছোঁড়া হলো মোবাইল।
রোববার সন্ধ্যায় ভারতের কর্ণাটক রাজ্যে নির্বাচনী প্রচারনার রোড শোয়ে এ ঘটনা ঘটে।
আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। রোববার মাইসুরুতে নির্বাচনী প্রচারে হাজির হন মোদি। সন্ধ্যায় একটি রোড শোয়ে হুডখোলা গাড়িতে যাচ্ছিলেন তিনি। তার সাথে ছিলেন সাবেক মন্ত্রী কে এস ইশওয়ারাপ্পাসহ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একাধিক নেতা। কেআর সার্কেলের কাছে পৌঁছতেই ভিড়ের মধ্যে থেকে মোদিকে লক্ষ্য করে উড়ে আসে একটি মোবাইল ফোন। একটুর জন্য সেটি তার গায়ে লাগেনি। বিজেপি শাসিত রাজ্যেই প্রধানমন্ত্রীর নিরাপত্তার এমন অবস্থা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
নিরাপত্তারক্ষীরা ইতোমধ্যে ফোনটি উদ্ধার করেছে। কার ফোন এবং কোন উদ্দেশে সেটি ছোঁড়া হয়েছিল- তা জানার চেষ্টা করছে তারা।
ও ঘটনার ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সূত্র : সংবাদ প্রতিদিন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা