২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানে রোজা উপলক্ষে খাদ্য বিতরণকালে পদদলিত হয়ে ১২ জন নিহত

- ছবি : সংগৃহীত

পাকিস্তানে রোজা উপলক্ষে খাদ্য বিতরণকালে পদদলিত হয়ে ১২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ১৫ জন। আজ শুক্রবার (৩১ মার্চ) করাচির শিল্পনগরী সাইটে নরিস চৌরঙ্গি এলাকার ডাইং ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নরিস চৌরঙ্গি এলাকার ডাইং ফ্যাক্টরির পক্ষ থেকে দরিদ্রদের মাঝে যাকাতের টাকা বিতরণের ঘোষণা করা হয়। এতে কয়েক হাজার মানুষ সেখানে উপস্থিত হয়। তাদের মধ্যে নারী, পুরুষ এবং শিশুরাও ছিল। যথাসময়ে ফ্যাক্টরির গেট খোলা হলে মানুষ দ্রুত ভেতরে প্রবেশ করতে শুরু করে। এ সময় প্রচণ্ড ভিড়ে ফ্যাক্টরির পানির পাইপলাইন ফেটে যায়। এতে কারখানায় পানি ছড়িয়ে পড়তে শুরু করে। মানুষ তখন এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় পদদলিত হয়ে নয় নারী ও তিন শিশু নিহত হয়। আহত হয় ১৫ জনের অধিক। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। আহতদেরকে স্থানীয় আব্বাসী শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ফ্যাক্টরির ম্যানেজারসহ পরিচালনা পর্ষদের সাতজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে ডিপিটি কমিশনার কিমাড়ি মুখতার আলি আবড়ু বলেন, ফ্যাক্টরি কর্তৃপক্ষ রেশন বিতরণ বিষয়ে প্রশাসনকে কিছু জানায়নি।

এ বিষয়ে তদন্তের জন্য এসপি সায়েট মুগিস হাশেমিকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বলেন, বিষয়টি তদন্তের পর ফ্যাক্টরি কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : ডেইলি জঙ্গ ও জিও নিউজ


আরো সংবাদ



premium cement
আবাহনী-মোহামেডান ম্যাচে মারামারি, মাঠ ছেড়ে উঠে গেল সাদা-কালোরা কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী

সকল