২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সংসদ সদস্য পদ বাতিল ইস্যুতে রাহুলের পাশে মমতা

সংসদ সদস্য পদ বাতিল ইস্যুতে রাহুলের পাশে মমতা - ছবি : সংগৃহীত

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ ইস্যুতে পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি টুইট বার্তায় লিখেছেন, সংসদীয় গণতন্ত্রের ইতিহাসের অন্যতম বড় অবক্ষয়ের সাক্ষী হলো দেশ।

মমতা বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির নতুন ভারতে বিরোধী নেতারা বিজেপির প্রধান টার্গেট। এখানে ক্রিমিনাল রেকর্ড থাকা বিজেপি নেতারা মন্ত্রিসভায় জায়গা পাচ্ছে। আর বিরোধী নেতাদের কেবল ভাষণ দেয়ার অজুহাতে সংসদ সদস্য পদ বাতিল করে দেয়া হচ্ছে। আজ আমরা সংসদীয় গণতন্ত্রের নতুন অবক্ষয়ের সাক্ষী হলাম।’

শুধু মমতা ব্যানার্জিই নন, অভিষেক ব্যানার্জিও রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে টুইট করেছেন। তার বক্তব্য, ‘আমাদের দেশে গণতন্ত্র যেন সোনার পাথর বাটি।’

সাম্প্রতিক একাধিক ইস্যুতে কংগ্রেসের নেতৃত্ব মানতে অস্বীকার করেছে তৃণমূল। এমনকি প্রকাশ্যে রাহুল গান্ধীর সমালোচনাও শোনা গিয়েছে তৃণমূল নেতাদের মুখে। সেই তৃণমূলের এভাবে রাহুলের পাশে দাঁড়িয়ে যাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। তবে শুধু তৃণমূল নয়, প্রায় সব বিরোধী দলই এখন কংগ্রেস নেতার পাশে।

কয়েক দিন আগে বাংলায় এসে যে অখিলেশ যাদব কংগ্রেস থেকে দূরত্ব বজায় রাখার বার্তা দিয়েছিলেন, সেই অখিলেশও আজ রাহুলের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলছেন, ‘বিরোধী কণ্ঠ রোধ করতে মরিয়া বিজেপি।’

এর আগে সমাজবাদি পার্টির একাধিক নেতার সদস্যপদও এভাবেই খারিজ করা হয়েছে।

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলছেন, ‘চোরকে চোর বলাটাও এখন এ দেশে অপরাধ গণ্য হচ্ছে।’

সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন

সকল