২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মানহানির মামলায় রাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ড

রাহুল গান্ধী - ছবি - এনডিটিভি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবী নিয়ে মানহানির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার গুজরাটের একটি আদালত এই দণ্ড দেন। সে সময় আদালতে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী।

এনডিটিভি এই খবর জানিয়েছে।

রায়ের পরই রাহুল ৩০ দিনের জামিন পেয়েছেন এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাকে আপিল করার সুযোগ দেয়া হয়েছে।

বিজেপি নেতা ও গুজরাটের সাবেক মন্ত্রী পুর্নেশ মোদি রাহুলের বিরুদ্ধে এই মামলা করেন।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে প্রচারের সময় রাহুল বলেছিলেন, ‘কিভাবে সব চোরদের নামই মোদি হয়?’

এদিকে রায়কে কেন্দ্র করে আজ সকালে সুরাটে যান গান্ধী। সে সময় গুজরাটে কংগ্রেসের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।


আরো সংবাদ



premium cement

সকল