২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

২০২৪-এর ভোটে একা লড়ব : মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি - ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, ‘২০২৪ সালের লোকসভা ভোটে একাই লড়বে তৃণমূল।’

পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল বড় একটা প্রভাব ফেলল। ফল প্রকাশের পরই মুখ্যমন্ত্রী জানান, ‘২০২৪-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই লড়বে। কোনো দলের সাথে জোটে যাবে না।’

সাগরদিঘিতে জয়ের পর উচ্ছ্বসিত কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বললেন, ‘এই জোটকে স্থায়ী করতে হবে।‘

মমতা যা বললেন
মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচনে হেরে যাওয়ার পর মমতা বলেন, ‘তৃণমূলের সাথে মানুষের জোট হবে। আমরা কারো সাথে যাব না। একা লড়ব মানুষকে সাথে নিয়ে।’

মমতার দাবি, ‘সিপিএম ও কংগ্রেস রাজ্যে বিজেপির সাথে সেটিং করে নিয়েছে। ওদের মধ্যে জোট আছে। তাহলে সিপিএম ও কংগ্রেস কী করে বিজেপির বিরুদ্ধে লড়বে? কিভাবে কংগ্রেস ও সিপিএম নিজেদের বিজেপি-বিরোধী বলে দাবি করে?’

কংগ্রেস ও সিপিএম দুই দলেরই অভিযোগ, তৃণমূল হলো বিজেপির বি টিম। মমতা ব্যানার্জি আসলে বিজেপিকেই সাহায্য করেন।

দীর্ঘদিন ধরে তারা এ অভিযোগ নিয়ে সোচ্চার। মমতাও এর আগে সিপিএম, কংগ্রেস ও বিজেপির আঁতাতের কথা বলেছেন। এ তিন দলকে তিনি 'জগাই, মাধাই, গদাই' বলেও উল্লেখ করেছেন।

মমতার অভিযোগ, ‘সাগরদিঘিতে সিপিএম ও কংগ্রেস সাম্প্রদায়িক তাস খেলেছে। বিজেপি এই তাস খোলাখুলি খেলে। কংগ্রেস ও বামেরা খেলেছে গোপনে। আমরা সিপিএম ও কংগ্রেসের কথা শুনব না। ওরা বিজেপির সাথে হাত মিলিয়েছে।’

কিছুদিন আগেও দিল্লিতে এসে বিজেপি-র প্রার্থীর বিরুদ্ধে বিরোধীদের একজন প্রার্থী দেয়ার কথা বলেছিলেন মমতা। তিনি বিরোধী দলগুলোকে একজোট করার উদ্যোগও নিয়েছিলেন। ওই উদ্যোগ খুব একটা সফল হয়নি। এবার তিনি 'একলা চলো'-র ডাক দিলেন।

কংগ্রেস ও সিপিএমের বক্তব্য
কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, ‘ত্রিপুরায় এই জোট ক্ষমতায় আসতে পারেনি ঠিকই, কিন্তু সাগরদিঘির মানুষ জোটকে মেনে নিয়েছে। গোটা রাজ্যে জোটকে আরো গ্রহণযোগ্য করতে হবে। তাহলেই পঞ্চায়েত ভোটে সাফল্য আসবে।’

সিপিএমের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘তৃণমূলকে যারা সমর্থন করেছিলেন তারা টের পেয়েছেন, রাজ্যের সর্বনাশ হয়েছে। প্রত্যেকদিন নিয়োগ-দুর্নীতির খবর আসে। নগদে, সোনায়, সম্পত্তিতে কোটি কোটি টাকার কারবার ক্রমশ কালীঘাটের দিকে এগোচ্ছে।’
তার দাবি, মানুষ বুঝেছেন বিভাজন তৈরি করে তাদের ঠকানো হয়েছে।

কংগ্রেসের সাথে সিপিএমের জোট নিয়ে প্রথম থেকে সোচ্চার ছিলেন আব্দুল মান্নান। সাগরদিঘির ফলের পর তিনি বলেন, এই জোট নিয়েই এগিয়ে যেতে হবে। বালিগঞ্জে জোট হলে সেখানেও তারা জিততেন বলে মনে করছেন মান্নান।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না

সকল