২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ : নিহত বেড়ে ৯৩

বোমা হামলায় নিহতদের লাশ - ছবি - ইন্টারনেট

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ২২১ জন। আজ মঙ্গলবার পুলিশ এই তথ্য জানিয়েছে।

পাকিস্তানের স্থানীয় জিও নিউজ এই খবর জানায়।

এদিকে ১৮ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলছে। আরো তিন ঘণ্টা চলবে বলে বিবিসি’কে একজন মুখপাত্র জানিয়েছে।

প্রধান উদ্ধার কর্মকর্তা বিলাল ফাইজি বলেন, ‘১৮ ঘণ্টার ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চলছে। কমপক্ষে আরো ২০টি লাশ ধ্বংসস্তুপের নিচে আছে।’

সম্প্রতিক সময় এটি দেশটিতে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সোমবার দুপুরে জোহরের ওয়াক্তে কঠোর নিরাপত্তাবেষ্টিত মসজিদটিতে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে মসজিদের ছাদ ধসে পড়ে অনেকে হতাহত হয়।

কর্মকর্তারা জানান, আজ ধ্বংসস্তুপের ভেতর থেকে ১৭ জনের লাশ এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালেবানের কমান্ডার সারবাকাফ মোহমান্দ টুইটারে এক পোস্টে হামলার দায় স্বীকার করেছেন।

কিন্তু কয়েক ঘণ্টা পর টিটিপি’র মুখপাত্র মোহাম্মদ খুরাসানি হামলার ঘটনাটি এড়িয়ে বলেন, মসজিদ, মাদরাসা ও ধর্মীয় স্থান লক্ষ্য করে হামলা চালানো তাদের নীতি নয়। যারা এই ধরনের কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন তারা টিটিপি’র নীতির অধীনে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে পারেন।

তবে টিটিপ ‘র একজন কমান্ডার কেন বোমা হামলার দায় স্বীকার করেছেন, সে বিষয়ে তার বিবৃতিতে কিছু বলা হয়নি।


আরো সংবাদ



premium cement