২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ওড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে পুলিশ সদস্যের গুলি

ওড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসকে গুলি করা হয়েছে। - ছবি : সংগৃহীত

ভারতের ওড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসের বুকে গুলি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে গুলি করেছেন তাদেরই একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই)।

রোববার বেলা ১টার দিকে ওড়িষ্যার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে এ ঘটনা ঘটেছে।

গুলি লাগার পরেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় নবকিশোরকে। তার বুকে দুটি গুলি করা হয়েছে।

জানা গেছে, রোববার সকালে গান্ধী চকে একটি পাবলিক গ্রিভ্যান্স দফতরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নবকিশোর। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘যখন মন্ত্রী গাড়ি থেকে নামেন, তখন তাকে স্বাগত জানানোর জন্য লোকজন জড়ো হন। ভিড়ের মধ্যে থেকেই গুলির শব্দ শোনা যায়। তার পরেই এক পুলিশ কর্মীকে ছুটে পালাতে দেখি।’

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, গাড়ি থেকে নামার সময়ই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

ব্রজরাজনগর সাব-ডিভিশনাল পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভোই বলেন, ‘এএসআই গোপাল দাশ গুলি করেছেন। গুরুতর জখম অবস্থায় মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, ওড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করার সময় পুলিশের পোশাকেই ছিলেন গোপাল। তিনি কেন এই কাণ্ড ঘটিয়েছেন, এখনো জানা যায়নি। রোববারের ওই কর্মসূচিতে কড়া নিরাপত্তা মোতায়েন ছিল। তাতে নজর রাখার জন্যই গোপালকে নিয়োগ করা হয়েছিল।

এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মন্ত্রীকে গুলি চালানোর পর প্রতিবাদে গান্ধী চকে ধর্নায় বসেছেন তার দল- বিজু জনতা দলের (বিজেডি) নেতা-কর্মীরা। তাদের অভিযোগ, এই গোটা ঘটনা পূর্বপরিকল্পিত ছিল।

সূত্র : এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
আমতলীতে কিশোরীকে অপহরণ শেষে গণধর্ষণ, গ্রেফতার ৩ মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান

সকল