২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সীমান্ত উত্তেজনার মধ্যে আফগানিস্তান সফরে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সীমান্ত উত্তেজনার মধ্যে আফগানিস্তান সফরে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী - ছবি : সংগৃহীত

আন্তঃসীমান্ত উত্তেজনার মধ্যে আফগানিস্তানে গিয়ে সে দেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে সাক্ষাত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। মঙ্গলবার হিনা রাব্বানি আফগানিস্তান যান।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইসলামাবাদের সাথে মাসব্যাপী যুদ্ধবিরতি বাতিল ঘোষণা করার এক দিন পর তিনি আফগানিস্তান গেলেন। যুদ্ধবিরতি বাতিল করার ফলে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

একইসাথে পাকিস্তান তালেবান নামে পরিচিত টিটিপি প্রায় এক যুগ ধরে পাকিস্তানের বিরুদেধ লড়া করছে। তাদের মূল দাবি, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

আফগান তালেবানের সাথে আদর্শগত মিল থাকা পাকিস্তান তালেবান সোমবার পাকিস্তানজুড়ে হামলা চালাতে তার যোদ্ধাদের নির্দেশ দিয়েছে। গ্রুপটি এক বিবৃতিতে জানায়, বিভিন্ন এলাকায় মুজাহিদিনদের বিরুদ্ধে হামলা চালানো হতে থাকায় সামরিক অভিযান জরুরি হয়ে পড়েছে।

গত এপ্রিলে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালালে কাবুল ও ইসলামাবাদ তিক্ত বাক্য বিনিময় করে।

পাকিস্তান অভিযোগ করছে, টিটিপি আফগানিস্তানে নিরাপদে থাকতে পারছে। তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে। তবে আফগান তালেবান পাকিস্তান সরকারের সাথে পাকিস্তান তালেবানের শান্তি আলোচনার ব্যবস্থা করে দিয়েছিল।

সূত্র : আলজাজিরা

 


আরো সংবাদ



premium cement