২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পাকিস্তানের জন্য বিশেষ রণতরী বানিয়েছে তুরস্ক

রণতরীর উদ্বোধনী অনুষ্ঠানে রজব তৈয়ব এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সহ অন্যান্য কর্মকর্তারা - ছবি - এএ

পাকিস্তান নৌবাহিনীর জন্য বিশেষ রণতরী বানানোর মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।

শুক্রবার ইস্তাম্বুল শিপইয়ার্ডে পিএনএস খাইবার রণতরীটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করার ঘোষণাটি দেন। এসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএনএস খাইবার হলো পাকিস্তানের জন্য তুরস্কের বানানো চারটি যুদ্ধজাহাজের তৃতীয়টি।

এরদোগান বলেন, ‘ইতিহাস, বন্ধুত্ব ও উন্নয়নের ওপর ভিত্তি করে কৌশলগত দৃষ্টিভঙ্গী থেকে দু’দেশের মধ্যে সম্পর্ক দিন দিন মজবুত হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রতিরক্ষা শিল্প হলো সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।’

এ সময় শাহবাজ শরিফ বলেন, তুরস্ক ও পাকিস্তানের এই প্রতিরক্ষা সহযোগিতা শান্তির জন্য, কোনো যুদ্ধ বিগ্রহের জন্য নয়।

তিনি এরদোগান ও তুরস্কের জনগণকে ধন্যবাদ জানান কঠিন সময়ে পাকিস্তানের পাশে থাকার জন্য।

সূত্র : ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement