১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

লাইনচ্যুত হয়ে স্টেশনের ওয়েটিং রুমে ট্রেন, নিহত ৩

লাইনচ্যুত হয়ে স্টেশনের ওয়েটিং রুমে ট্রেন, নিহত ৩ - ছবি : হিন্দুস্তান টাইমস

ভারতের ওড়িশার জাজপুরে ট্রেন লাইনচ্যুত হয়ে স্টেশনের ওয়েটিং রুমে ঢুকে যায়। এ ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার সকাল ৬টা ৪৪ মিনিটে জাজপুরের কোরেই স্টেশনে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। সেই সময় ট্রেনটি ওয়েটিং রুমে ঢুকে পড়ে। এই দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ভদ্রক-কপিলাস রোড রেলওয়ে সেকশনে অবস্থিত কোরেই স্টেশনের এই দুর্ঘটনার জেরে রেল চলাচল ব্যাহত হয়েছে বলে জানা যায়।

জানা গেছে, এদিন সকালে পণ্যবাহী ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয় কোরেই স্টেশনে। ট্রেনটি ভদ্রক জেলা থেকে কটকের দিকে যাচ্ছিল। এদিকে ঘটনায় তিনজনের মৃত্যুর পাশাপাশি আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া যায়। এদিকে মৃতদের মধ্যে দু’জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা জানা যায়নি। এখন রেলওয়ে বিভাগ উদ্ধার কাজ চালাচ্ছে।

জাজপুরের পুলিশ সুপার জানায়, দুর্ঘটনার সময় প্ল্যাটফর্মে ২০ জনেরও বেশি ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন।

রেল কর্তৃপক্ষ জানায়, স্টেশন দিয়ে যাওয়ার সময় পণ্যবাহী ট্রেনটির গতি কমানোর কথা ছিল। তবে তা করা হয়নি। জানা যায়, দুর্ঘটনার জেরে মালগাড়ির কয়েকটি ওয়াগন উড়ে গিয়ে ফুটব্রিজে ধাক্কা দেয়।

ইস্ট কোস্ট রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা নিরাকার দাস জানান, উদ্ধারকাজে গতি আনতে দু’টি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা আহতদের সাহায্য করতে এবং তাদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা দেয়ার চেষ্টা করছি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে।’

সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী

সকল