২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সেনাপ্রধান নিয়োগ নিয়ে রাষ্ট্রপতি আলভির সাথে যোগাযোগ পাকিস্তান সরকারের

সেনাপ্রধান নিয়োগ নিয়ে রাষ্ট্রপতি আলভির সাথে যোগাযোগ পাকিস্তান সরকারের - ছবি : সংগৃহীত

পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান নিয়োগ এবং অন্যান্য বিষয় নিয়ে রাষ্ট্রপতি ড. আরিফ আলভির সাথে সাক্ষাত করেছেন দেশটির অর্থমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার।

শুক্রবার প্রেসিডেন্ট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে রাজনৈতিক অচলাবস্থা, অর্থনৈতিক সঙ্কট নিয়েও আলোচনা হয়।

এদিকে রাষ্ট্রপতি আলভি জানিয়েছেন, পরবর্তী সেনাবাহিনী প্রধান নিয়োগে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শ অনুসরণ করবেন। তিনি তার সহকর্মীদের সাথে আলাপকালে বলেছেন, বহুল আলোচিত পরবর্তী সেনাপ্রধান নিয়োগ নিয়ে তিনি কোনো বাধার সৃষ্টি করবেন না।

পাকিস্তানের বিরোধী দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মেধার ভিত্তিতে পরবর্তী সেনাপ্রধান নিয়োগ করার ওপর জোর দিতে থাকার প্রেক্ষাপটে রাষ্ট্রপতি এই মন্তব্য করলেন।

বর্তমান সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। তিনি তার মেয়াদ বাড়ানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল


আরো সংবাদ



premium cement