২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বিশাল লটারি জিতে বিড়ম্বনায় অটোচালক

বিশাল লটারি জিতে বিড়ম্বনায় অটোচালক - ছবি : সংগৃহীত

‘আমি দোকানে গিয়েছি আমার ছেলের জন্য একটা ব্যাগ কিনতে। দোকানি বলল খুচরাটা আর ফেরত দেবে না। কারণ আমি তো এখন অনেক ধনী- আমার পয়সার দরকার নেই!’

এটাই প্রথমবার নয়, বলছিলেন দক্ষিণ ভারতের কেরালার বাসিন্দা অনুপ বি (পুরো নাম দেয়া হল না)। তিনি বলছেন, দোকান-বাজারে এখন হরহামেশা তাকে একই সমস্যার মুখে পড়তে হচ্ছে।

দু’মাস আগে সরকারি লটারিতে প্রথম প্রাইজ পেয়ে কপাল খুলে যাওয়ার পর ৩২ বছর বয়সী অনুপের জীবন সব দিক দিয়ে এমনভাবে বদলে গেছে যা ছিল তার চিন্তার বাইরে।

এখন তিনি বাড়ির বাইরে বের হতে পারছেন না। বের হলেই লোকজন তাকে চিনে ফেলছে। বহু বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন তার ওপর ক্ষুব্ধ। যার সাথেই দেখা হয়, প্রায় প্রত্যেকেই তার কাছে টাকা চায়।

অনুপ বলেন, ‘একসময় যারা আমাদের ঘনিষ্ঠ ছিলেন, তাদের অনেকেই আমাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন।

‘না জেতাই ছিল ভাল’

অনুপ কেরালা রাজ্য সরকারের লটারিতে বিশাল ২৫ কোটি রুপির প্রথম পুরস্কার জেতার পর সেপ্টেম্বর মাসে খবরটি সংবাদ শিরোনাম হয়। কেরালায় লটারিতে এই পরিমাণ অর্থ জয়ের কোনো ইতিহাস নেই।

ভারতের অনেক রাজ্যেই লটারি অবৈধ। কিন্তু কেরালাসহ কিছু কিছু রাজ্যে লটারি বৈধ, তবে লটারি প্রকল্প চালানোর ক্ষেত্রে নানা কঠোর বিধিনিষেধ আছে।

তার লটারি জেতার খবর সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই অনুপের একটি ভিডিও ভাইরাল হয়। তবে এই ভিডিওর মেজাজ ছিল একদম আলাদা। সেখানে আনন্দ উচ্ছ্বাস ছিল না। ছিল বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের প্রতি তার কাতর অনুনয়। তাকে হয়রানি করা বন্ধের জন্য আকুল আর্তি।

কপাল ফেরার মাত্র কয়েক দিনের মাথায় অনুপ বলেন, এই জ্যাকপট প্রাইজ এই বিশাল অর্থ, তার জন্য না জেতাই ছিল ভাল।

বিবিসি যখন এ সপ্তাহে অনুপের সাথে যোগাযোগ করে, তিনি প্রথমে কথা বলতে রাজি ছিলেন না। তিনি বলেন তার ছবি যেন বিবিসি প্রতিবেদনের সাথে প্রকাশ না করা হয় । কারণ ‘প্রতিবার সংবাদমাধ্যমে তাকে নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ হবার পরই আবার নতুন করে বিড়ম্বনার ঢেউ ওঠে।’

বিবিসির সাথে ফোন আলাপের সময় অনুপ জানান,‘আপনি এর মধ্যে দিয়ে না গেলে বুঝবেন না এই হয়রানি, বিড়ম্বনা কতটা চাপের। এটা যেন সিনেমার কোনো একটা দৃশ্য। হঠাৎ আপনার চেনা পরিচিতরা সবাই আপনার বাসায় ভেঙে পড়েছে।’

কে এই লটারি জয়ী অনুপ?

কেরালার তিরুভানান্তাপুরমের বাসিন্দা অনুপ বি একসময় পাচক হিসেবে কাজ করতেন। শেফের পেশা ছেড়ে তিনি অটো চালানো শুরু করেন।
গত এক দশকের ওপর তিনি ভাগ্য ফেরাতে লটারির টিকিট কিনে যাচ্ছিলেন। আগেও ছোটখাট অর্থ জিতেছেন।

কিন্তু এবারে একেবারে প্রথম পুরস্কার ২৫ কোটি রুপি তার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে।

ভাগ্য ফেরার আনন্দ উপভোগ করার বদলে এখন প্রতিদিন মানুষের হয়রানি সামলাতে হিমশিম খাচ্ছেন অনুপ।

অনুপ বলেন, ‘মানুষের আচরণ রাতারাতি পাল্টে গেছে।’

তিনি লটারিতে এই বিপুল অঙ্কের অর্থ জিতেছেন এ খবর ঘোষণার পর থেকেই প্রতি সপ্তাহে তার বাসায় এবং পাড়ায় শত শত মানুষ আসছে তার কাছে সাহায্য চাইতে।

তিনি বলেন, ‘ঘুম থেকে উঠেই দেখি বাসার বাইরে মানুষের ভিড়। ভোর পাঁচটা থেকে শুরু হয়ে যায় মানুষের আসা। তারা বসে থাকে গভীর রাত পর্যন্ত।’

অনুপের স্ত্রী মায়া স্থানীয় একটি সংবাদ চ্যানেলে বলেন, মানুষকে সাহায্য করার বিষয়টি নিয়ে তারা স্বামী-স্ত্রী আলোচনা করেছেন। কিন্তু সেটা লটারির অর্থ হাতে পাওয়ার পর।

মায়া বলেন, ‘লোকে সব ব্যাপারেই আমাদের কাছে অর্থ সাহায্য চাইতে আসছে।’

রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অর্থ সাহায্যের অনুরোধ আসছে। ‘কেউ চাইছে বাড়ি কেনার বন্ধকী ঋণ বা অন্য ঋণ পরিশোধের জন্য আমরা যেন অর্থ দিই। কেউ আবার তাদের কন্যার বিয়ের খরচ বাবদ অর্থসাহায্য চাইছে।’

অনুপ জানান, ‘এমনকি নানা ব্যাংক ও বিমা কোম্পানির দালালরা অনবরত ফোন করেছে। চেন্নাই থেকে একটা দল এসে আমার কাছে একটা চলচ্চিত্র বানানোর জন্য অর্থ তহবিল দিতে বলেছে ‘

অনুপ বলেন, কেউ কেউ হয়ত আত্মীয়তা বা বন্ধুত্বের সুবাদে অর্থের অনুরোধ করছেন। কিন্তু এমন মানুষও আসছেন যাদের তারা চেনেনও না। তারাও মনে করছেন এই অর্থে তাদেরও ন্যায্য দাবি রয়েছে।

‘এক ব্যক্তি আমার বাড়ির বাইরে সারা দিন ধর্না দিয়ে বসেছিল। তার দাবি, আমি যেন তাকে রয়াল এনফিল্ড ব্র্যান্ডের মোটরবাইক কিনে দিই।’

অনুপ জাানান, ‘প্রত্যেকেই মনে করছে আমি মাগনা এই অর্থ পেয়ে গেছি। আমাকে তো এর জন্য কোনো পরিশ্রম করতে হয়নি। তাই তাদের প্রশ্ন- আমি কেন তাদেরও এর ভাগ দেব না?’

দম্পতি বলেন, এছাড়াও রয়েছ অনলাইনে ছড়ানো গুজব, যা প্রতিদিন তাদের শান্তি নষ্ট করেছে।

অনুপ বলেন, ‘লটারি জেতার পর সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বলা হয়েছে আমি যে লটারি জিতেছি, সে বিষয়ে আমি মিথ্যা বলেছি। আমার আগে থেকেই অঢেল টাকা ছিল এবং আমার এই লটারি জেতাটা একটা জালিয়াতির ঘটনা।’

তিনি বলেন, এখনো তিনি লোকের সামনে যেতে ভয় পাচ্ছেন।

‘আমি যেখানেই যাই মানুষ আমাকে চিনে ফেলে। কারণ এতগুলো নিউজ চ্যানেলে, ওয়েবসাইটে আর সংবাদপত্রে আমার মুখ মানুষ দেখেছে।’

স্ত্রীর নিরাপত্তা নিয়েও তিনি উদ্বিগ্ন। তার স্ত্রী এখন আট মাসের অন্তঃসত্ত্বা। তাদের ছোট একটি ছেলেও আছে।

‘বন্ধুও শত্রু হয়ে যায়’

তবে তার একমাত্র স্বস্তি যে এ ধরনের অভিজ্ঞতা তারই প্রথম হয়নি।

অক্টোবর মাসে স্থানীয় একটি টিভি চ্যানেলে একটি গেমস শোতে যখন তিনি অংশ নেন, তখন অনুপের সাথে আলাপ হয় ৫৯বছর বয়সী জয়াপালানের। গত বছর একই রাজ্য সরকার লটারিতে তিনি জ্যাকপট প্রাইজ পেয়েছিলেন। তিনিও ছিলেন অটোচালক।

গত বছর প্রথম পুরস্কারের অঙ্ক ছিল ১২ কোটি রুপি। গত বছর তার জেতা নিয়েও মিডিয়াতে দারুণ হৈ চৈ হয়েছিল। জয়াপালানও অর্থ সাহায্যের অনুরোধে জর্জরিত হয়ে পড়েন।

টিভি শোতে জয়াপালান মন্তব্য করেন, ‘এত হয়রানির থেকে বোঝা কঠিন হয়ে যাচ্ছিল সাহায্য আসলেই কার দরকার আর অর্থই বা কার প্রয়োজন!’

জয়াপালান আরো বলেন, ‘এ সময় বন্ধুও শত্রু হয়ে যায়। অনেকে এখনো আমার ওপর চটে আছে আমি তাদের টাকা দিইনি বলে।’

হুমকি-ধামকি দিয়ে চিঠি পাওয়ার পর জয়াপালান পুলিশের কাছে অভিযোগ করতে বাধ্য হন। বাসার চারপাশে তাকে সিসিটিভি ক্যামেরাও বসাতে হয়।

অনুপকে তিনি জয়ের অর্থ নিয়ে ‘খুবই সতর্ক’ থাকার পরামর্শ দিয়েছেন।

অনুপ বলেন, ‘লোকে মনে করে ও লটারি জিতেছে আর কী! অর্থ নিয়ে তো ওর এখন আর কোনো চিন্তাভাবনা নেই। কিন্তু এখনো তো সবকিছুই অনিশ্চিত। আমি তো জানিও না যে কর দেয়ার পর শেষ পর্যন্ত আমি হাতে কী পাব!’

লটারিতে জেতা অর্থের কতটা বিজয়ীর হাতে আসবে তার হিসাব নিকাশ বেশ ‘জটিল’।

প্রথমত রাজ্য সরকার পুরস্কারের অর্থ দেয়ার সময়ই ৩০ শতাংশ কর বাবদ কেটে নেবে। এরপর টিকিট বিক্রি করেছে যে সংস্থা তারা তাদের কমিশন কাটবে। এর ওপর বিজয়ীকে এই পুরস্কার বাবদ কেন্দ্রীয় সরকারকে বাড়তি সেস কর এবং সারচার্জ পরিশোধ করতে হবে।

অনুপ বলেন, এই লটারিতে জেতা অর্থ দিয়ে তিনি কী করবেন সে বিষয়ে আগামী কয়েক বছরের আগে তিনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না।

তিনি বলেন, ‘এই অর্থ যে আমার জন্য একটা আর্শীবাদ সে বিষয়ে কোনো সন্দেহ নেই’।

‘তবে আর কাউকে কোনোভাবে সাহায্য করার আগে, আমি চাই এই অর্থ এমনভাবে ব্যবহার করতে, যাতে আমার পরিবারের ভবিষ্যত নিরাপত্তা আমি নিশ্চিত করতে পারি, আমার পরিবার যাতে স্বাচ্ছন্দ্যে থাকে সেটা দেখাই আমার প্রথম লক্ষ্য।’

সূত্র : বিবিসি

 


আরো সংবাদ



premium cement
পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পলাশ প্রেসক্লাবের সভাপতি মনা, সম্পাদক রনি তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে ভার্চুয়ালি রুকন সম্মেলন অনুষ্ঠিত তেঁতুলিয়া নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

সকল