২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

গুজরাটে ব্রিজ ধসে ১৩৫ জনের মৃত্যু ‘ঈশ্বরের ইচ্ছা’য়!

- ছবি : সংগৃহীত

ভারতের গুজরাটে মোরবি ব্রিজ ধসে ১৩৫ জন নিহতের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি এই দুর্ঘটনাকে ‘ঈশ্বরের ইচ্ছা’ বলে জানিয়েছেন। বুধবার মোরবি সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওরেভা কোম্পানির ব্যবস্থাপক দীপক পারেখ দেশটির আদালতে কথা বলার সময় এ মন্তব্য করেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার ব্রিজটি ভেঙ্গে পড়ার পর গ্রেফতার হওয়া ৯ জনের মধ্যে তিনি একজন।

তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম জে খানকে জানিয়েছেন, ‘... ভগবান কি ইচ্ছা (ঈশ্বরের ইচ্ছা), তাই এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে।’

মোরবি পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট পিএ জালা আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন, মোরবি সেতুর তারে ‘মরিচা পড়ে গেছে’ এবং সংস্কারের সময় এটি বদলানো হয়নি।’

এনডিটিভির প্রতিবেদনে পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করা হয়েছে, গত ২৬ অক্টোবর কোনো অফিসিয়াল পর্যালোচনা বা মান নিয়ন্ত্রণ ছাড়াই মোরবি সেতুটি যান চলাচলের জন্য আবার খুলে দেয়া হয়।

ওই কর্মকর্তা আরো বলেন, ‘দেড় শ’ বছরের পুরনো সেতুটি রক্ষণাবেক্ষণ ও মেরামতের অংশ হিসেবে শুধুমাত্র প্ল্যাটফর্ম পরিবর্তন করা হয়েছিল। সেতুটি একটি তারের উপর ছিল এবং তারে কোনো তেল বা গ্রীসিং করা হয়নি। যেখান থেকে তারটি ভেঙ্গে গেছে, সেখানকার তারে মরিচা ধরেছে। তারটি মেরামত করা হলে, ঘটনাটি ঘটত না।’

একজন প্রসিকিউটরের মতে, গুজরাটের ধসেপড়া মোরবি ব্রিজ মেরামতকারী ঠিকাদাররা পাবলিক অবকাঠামো মেরামত কাজে অযোগ্য ছিল। প্রসিকিউটরের মতে, ‘তা সত্ত্বেও এই ঠিকাদারদের ২০০৭ সালে এবং তারপর ২০২২ সালে সেতু মেরামতের কাজ দেয়া হয়েছিল।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement