১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

সুইস ব্যাঙ্কে রাখা গুজরাটের দুর্নীতিগ্রস্তদের কালো টাকা ফিরিয়ে আনব : কেজরিওয়াল

সুইস ব্যাঙ্কে রাখা গুজরাটের দুর্নীতিগ্রস্তদের কালো টাকা ফিরিয়ে আনব : কেজরিওয়াল - ছবি : সংগৃহীত

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, গুজরাটে ক্ষমতাসীন বিজেপি সরকারকে লক্ষ্য করে বলেছেন, ‘রাজ্যে আম আদমি পার্টি ক্ষ্মতায় এলে সবার আগে দুর্নীতি নির্মূল করা হবে। তারা ২৭ বছর ধরে লুট করেছে।

রোববার গুজরাটের সুরেন্দ্র নগরে আম আদমি পার্টির এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

তিনি বলেন বলেন, ‘প্রত্যেক নেতা অনেক বাড়ি তৈরি করেছেন, অনেক সম্পত্তি করেছেন, জমি ক্রয় করেছেন। তাদের অর্থ সুইস ব্যাঙ্কে রয়েছে।’

তিনি বলেন, ‘গত ২৭ বছরে রাজ্যের উন্নয়নে তারা কোনো কাজ করেনি। সকল অর্থ কোথায় গেল? সব অর্থ খেয়ে ফেলেছে, চুরি করে নিয়েছে। এই চুরি বন্ধ করব।‘ আম আদমি পার্টির সরকার গঠিত হলে দুর্নীতি মুক্ত শাসন দেবো। ডিসেম্বরের পর থেকে কোনো বিধায়ক চুরি করবে না, কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী চুরি করবে না। যে চুরি করবে তাকে জেলে পাঠানো হবে।’

গুজরাটে দু’দিনের সফরের প্রথম দিনে গতকাল শনিবার কেজরিওয়াল দাবি করেন- গোয়েন্দা তথ্য অনুসারে, ‘আম আদমি পার্টি’ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়ী হয়ে রাজ্যে সরকার গঠন করতে চলেছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শাসনামলে দুর্নীতিতে জড়িত লোকেরা তাদের অর্থ 'সুইস ব্যাঙ্কে' রেখেছে, রাজ্যে আম আদমি পার্টি (আপ) ক্ষমতায় এলে তা ফিরিয়ে আনা হবে।

‘আপ’ প্রধান অরবিন্দ কেজরিওয়াল গুজরাট জুড়ে দিল্লির মতো ২০ হাজার মহল্লা ক্লিনিক, রাজ্যের প্রতিটি গ্রামে সরকারি স্কুল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিসেবার আশ্বাস দিয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও ‘আম আদমি পার্টি’র নেতা ভগবন্ত মান-এর সাথে দলীয় প্রচারের সময়ে কেজরিওয়াল কচ্ছ জেলার গান্ধিধাম শহর এবং জুনাগড়ে দু’টি সমাবেশে বক্তব্য দেন। কেজরিওয়াল আর্থিক অবস্থা নির্বিশেষে গুজরাটের সকল বাসিন্দাদের ওষুধ, মেডিকেল চেক-আপ এবং সার্জারিসহ বিনামূল্যে এবং সীমাহীন স্বাস্থ্য পরিসেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

গুজরাটের ক্ষমতাসীন বিজেপি সরকারকে কটাক্ষ করে কেজরিওয়াল বলেন, ‘বর্তমান সরকারের অধীনে যারা দুর্নীতিতে জড়িত তারা তাদের অবৈধ অর্থ সুইস ব্যাঙ্কে রেখেছে। লোকেরা যখন কিছু চায়, তারা (বিজেপি সরকার এবং নেতারা) বলেন টাকা নেই। তারা বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে কোটি কোটি টাকা জমা দেয়, তাহলে সেই টাকা কোথায় চলে যাচ্ছে? এসব সুইস ব্যাংকে যায়। তাদের প্রত্যেকের ১০টির বেশি বাংলো রয়েছে। ওই নেতারা বিপুল সম্পদ তৈরি করেছেন।’

কেজরিওয়াল বলেন, ‘যদি রাজ্যে আম আদমি পার্টির সরকার গঠিত হয়, তাহলে তারা কোনো মন্ত্রী বা বিধায়ককে দুর্নীতিতে লিপ্ত হতে দেবে না। আমরা সুইস ব্যাঙ্কে জমা সমস্ত কালো টাকা ফিরিয়ে আনব।’ আমাদের দল বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা করবে বলেও মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেওজরিওয়াল।

বিজেপিশাসিত গুজরাটে আগামী ডিসেম্বরে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। গুজরাট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য হওয়ায় রাজ্যটির বিধানসভা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। এখানে নির্বাচনের আগে এবার ‘আম আদমি পার্টি’ (আপ) বেশ তেড়েফুঁড়ে মাঠে নেমেছে। যেভাবে তারা পাঞ্জাবে কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে ‘আপ’ সরকার গঠন করতে সমর্থ হয়েছে সেভাবে দলটি এবার মোদির রাজ্য গুজরাটও জয় করতে চায়। বিরোধীদল হিসেবে কংগ্রেসও এখানে তৎপরতা শুরু করেছে, কিন্তু বিরোধীদের মধ্যে প্রচারণায় এগিয়ে রয়েছে আম আদমি পার্টি।

সূত্র : হিন্দুস্তান ডটকম ও ইন্ডিয়া টিভি (হিন্দি)


আরো সংবাদ



premium cement
বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের পাঠ্যক্রম গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির বগুড়ায় পুলিশ পরিচয়ে ট্রাকভর্তি কলা ছিনতাই : গ্রেফতার ৪ ওয়ালটনের আদর্শ ও নীতিমালার পরিপন্থী নাটক প্রচার করায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ, চুক্তি বাতিল স্নান করতে গিয়ে দূর্গাসাগর দীঘিতে ডুবে একজনের মৃত্যু ঢাকা-দিল্লি সম্পর্ককে লালন করে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে : শ্রিংলা মানবতার কল্যাণে জীবন বাজি রেখে আন্দোলনে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭ ফিট তামিমকে যেকোনো ফরম্যাটের দলে চান বাংলাদেশ অধিনায়ক বিকেবি ও রাকাব একীভূতকরণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অপহৃত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার রামেক আইসিইউতে, গ্রেফতার ২ বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার

সকল