২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ভারতে ৫ বছরের জন্য নিষিদ্ধ ইসলামিক দল পিএফআই

- ছবি - সংগৃহীত

ভারতের ইসলামিক দল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (পিএফআই) পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার দেশটির সরকার এই নিষেধাজ্ঞা জারি করে।

এক সরকারি ঘোষণায় বলা হয়, উগ্র সংগঠনগুলোর সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (পিএফআই) নিষিদ্ধ করা হয়েছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে পিএফআই। দলটি বলছে, তারা হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি সরকারের ‘ষড়যন্ত্রের শিকার’।

গত শুক্রবার থেকে দেশজুড়ে অভিযান চালিয়ে দলটির কমপক্ষে তিন শ’ জন সদস্যকে আটক করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিশৃঙ্খলা ও দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে।

কট্টোরপন্থী হিন্দু সংগঠনগুলো দীর্ঘ সময় ধরে পিএফআইকে বাতিল করার দাবিতে প্রচারণা চালিয়ে আসছিল।

উল্লেখ্য, ভারতজুড়ে পিএফআই’র হাজার হাজার সদস্য রয়েছে।

সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement