২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

'২৫ লাখ বাইরের ভোটার কাশ্মীরে আনছে বিজেপি'

'২৫ লাখ বাইরের ভোটার কাশ্মীরে আনছে বিজেপি' - ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী কমিশনার হিরদেশ কুমার সিং জানিয়েছেন, কেন্দ্রশাসিত অঞ্চলে 'স্পেশ্যাল সামারি রিভিশন অফ ইলেকট্রোরাল রোলস' এর ফলে ২৫ লাখ নতুন ভোটার তালিকাভুক্ত হতে যাচ্ছে। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে। ৩৭০ ধারা কাশ্মীর থেকে বিলুপ্তির পর এ নতুন এ তালিকার কাজ শুরু হয়। বিষয়টি নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে সরব হয়েছেন জম্মু ও কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। মুখ্য নির্বাচনী কমিশনারের বক্তব্যের ফলে কাশ্মীরের নির্বাচনে যে কেউ অংশ নিতে পারবেন। কেননা ৩৭০ ধারায় নির্বাচনে অংশ নিতে সাধারণ বসবাসকারী যে কাশ্মিরের বাসিন্দা হতেই হবে, এমন শর্ত শিথিল করা হয়েছে। এত করে কাশ্মীরের স্থায়ী বাসিন্দা নন এমন ব্যবসায়ী, পড়ুয়া, সেনা কর্মী, জওয়ান, শ্রমিক, যে কেউই ভোটদানে অংশ নিতে পারবেন। নির্বাচন কমিশনের এমন পদক্ষেপকে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের ভোটদানের ক্ষমতা খর্ব করার নামান্তর বলে দাবি করেছেন জম্মু ও কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন, এতে কাশ্মীরের মানুষের ভোটাধিকার খর্ব হবে। কেননা এর ফলে ২৫ লাখ বাইরের ভোটার ভোট দেয়ার সুযোগ পাবে। মেহবুবাব মুফতি বলেন, জম্মু ও কাশ্মীরে তারা (বিজেপি) ফ্যাসিবাদীদের আনতে চাইছে। এজন্য ভূয়া নির্বাচনকে ব্যবহার করা হচ্ছে। তিন বছর তারা এখানের (জম্মু ও কাশ্মীর) মানুষকে সরাসরিভাবে শাসন করেছে, তাতেও সমস্যা মেটাতে পারেনি। এখন তারা পিছনের দরজার পথ ব্যবহার করছে। তিনি আরো বলেন, ২০১৯ সালের পর জিপি দেশের সংবিধান পাল্টে দিয়েছে। এবার আসলে তারা পতাকার রঙ গেরুরা হয়ে যাবে। এসময় তিনি সবাইকে একজোট হয়ে বিরোধিতার আহ্বান জানান। সূত্র : হিন্দুস্তান টাইমস

 

 

 


আরো সংবাদ



premium cement
গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় নারী নিহত অভিযোগ করার পর ইনসুলিন ইঞ্জেকশন কেজরিওয়ালকে! হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা তালায় আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে জামায়াতের সহায়তা প্রদান শেরপুরের মহাসড়ক যেন মরণ ফাঁদ বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট আবারো বৃষ্টির শঙ্কা দুবাইয়ে, চিন্তা বাড়াচ্ছে ইউরোপ সিদ্ধিরগঞ্জে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা মানিকগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী নিহত ডা. জাফরুল্লাহ্ চৌধুরী ছিলেন সমাজ বিপ্লবী পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে একটি সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে : মন্ত্রী

সকল