১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ভারতে উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস

ভারতে উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস - ফাইল ছবি

স্বস্তির দিনে ইতি টেনে নতুন করে সংক্রমণ বাড়ছে ভারতে। আশঙ্কা করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার! প্রতিটি রাজ্যে ফের টেস্টিং এবং টিকাকরণে জোর দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। গত কয়েক দিন ধরে ১৭ হাজারেরও বেশি কোভিডের দৈনিক সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে তুলছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যা।

শনিবার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯২ জন। গতকালের তুলনায় যা সামান্য বেশি। দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ল অ্যাকটিভ কেসও।

বর্তমানে ভারতের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লাখ ৯ হাজার ৫৬৮। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.২৫ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, ভারতে এক দিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। দেশে এখনো পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ১৬৮।

২৪ ঘণ্টায় শুধু বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩৯ জন। সেই তুলনায় খানিকটা কম দিল্লির সংক্রমিতের সংখ্যা। রাজধানীতে এক দিনে আক্রান্ত ৮১৩ জন। পজিটিভিটি রেট ৫.৩০ শতাংশ। এদিকে শুধু মুম্বাইতেই গত ২৪ ঘণ্টায় করোনা থাবা বসিয়েছে ৯৭৮ জনের শরীরে। যদিও গতকালের তুলনায় সংক্রমণের হার কম। তবে সে শহরে কোভিড প্রাণ কেড়েছে ৯ বছরের নাবালিকারও। অ্যাকটিভ কেসের সংখ্যাও হু হু করে বাড়ছে।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement