২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আগাম নির্বাচন নিয়ে পাকিস্তানে পর্দার অন্তরালে আলোচনা!

ইমরান খান ও শাহবাজ শরিফ - ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ইমরান খানের দল দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি জানিয়েছেন, আগামী সাধারণ নির্বাচনের চূড়ান্ত তারিখের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তার দল ও ক্ষমতাসীন পিএমএল-এন পর্দার অন্তরালে আলোচনা চালাচ্ছে।

শনিবার সাংবাদিকদের সাথে আলোচনাকালে কোরেশি দাবি করেন যে তাকে বলা হয়েছে, পার্টি সুপ্রিমো নওয়াজ শরিফসহ পিএমএল-এনের সকল নেতা আগাম নির্বাচনের জন্য প্রস্তুত।

তার এই বক্তব্যের মাত্র দু'দিন আগে দলের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সবাইকে অবাক করে দিয়েছিলেন ‌ছয় দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করার আলটিমেটাম দিয়ে 'হাকিকি আজাদি মার্চ' হঠাৎ করে সমাপ্ত করে।

অথচ ইমরান খান এর আগে কয়েক সপ্তাহ ধরে বলে আসছিলেন, আগামী নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত তিনি ইসলামাবাদ ত্যাগ করবেন না।

ঘনিষ্ঠরা জানিয়েছেন, শক্তিশালী মহলগুলো পিটিআইয়ের রাজধানীতে প্রবেশ করার সুযোগ দিতে এবং অবস্থানের বদলে লং মার্চ অবসান করে দেয়ার জন্য উভয় পক্ষের ওপর চাপ সৃষ্টি করেছিল। সব পক্ষের যাতে মুখ রক্ষা হয়, সে দিকে প্রভাবশালী মহলটি সচেষ্ট ছিল।

কোরেশি আরো বলেন, উভয় দলই আগামী মাসেই আগাম নির্বাচনের কথা ঘোষণা করবে। দল দুটি ৫ অক্টোবর নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে।

তবে পরে এই সিনিয়র নেতা বলেন, পিএমএল-এন সরকারের জোট শরিকরা আগাম নির্বাচনে সম্মত নয়। আগাম নির্বাচনের পথে প্রধান একটি বাধা হলো পিপিপি।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন


আরো সংবাদ



premium cement
চলচ্চিত্র শিল্পী সমিতি : মিশা সভাপতি, ডিপজল সম্পাদক ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

সকল