২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

চীন সফরে বিলাওয়াল

বিলাওয়াল - ছবি : সংগৃহীত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি তার প্রথম রাষ্ট্রীয় সফরে চীন গেছেন। দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করাই তার সফরের উদ্দেশ্য বলে জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির আমন্ত্রণে বিলাওয়াল চীন গেছেন। গত মাসে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম দ্বিপক্ষীয় সফর।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল গুয়াংঝুতে অবতরণ করেন। এ দিন ছিল পাকিস্তান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭১তম বার্ষিকী।

বিলাওয়াল এক টুইটে বলেন, তিনি চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সাথে পাকিস্তান-চীন সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।
সূত্র : জিও নিউজ


আরো সংবাদ



premium cement