২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি ৯

- ছবি - সংগৃহীত

ভারতের আসামে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত নয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বন্যায় রাজ্যের ২৭টি জেলায় সাড়ে ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ও যোগাযোগব্যবস্থা চালু করতে হিমশিম খাচ্ছে রাজ্য সরকার।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হোজাই ও কাছাড় জেলা। এই দুই জেলার প্রতিটিতে এক লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। চলমান উদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে হোজাই জেলা থেকে আটকে পড়া দুই হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

দক্ষিণ আসামের দিমা হাসাও জেলা বৃহস্পতিবার নাগাদ পঞ্চম দিনের মতো বিচ্ছিন্ন রয়েছে। ভারী বর্ষণে ভূমিধসের কারণে এ জেলায় সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বন্যায় গত রোববার থেকে বরাক উপত্যকার পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের সড়ক ও রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আগামী চার দিন আসামে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকাতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। এতে পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র : এনডিটিভি


আরো সংবাদ



premium cement