২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলায় সৈন্যসহ নিহত ৬

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত তিন সেনাসদস্য - ছবি : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আবারে ঘটল প্রাণহানির ঘটনা। রাজ্যের মিরানশাহ এলাকার পাশে একটি আত্মঘাতী বিস্ফোরণে তিন পাকিস্তানি সৈন্য ও শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

রোববার পাকিস্তানের সামরিক সূত্রে এ খবর জানানো হয়েছে।

পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) রোববার জানিয়েছে, দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অশান্ত এলাকা উত্তর ওয়াজিরিস্তানে এ ঘটনা ঘটেছে ঘটনা। নিহতদের মধ্যে রয়েছে তিনটি শিশু ও তিনজন সেনাসদস্য।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স বলেছে, আত্মঘাতী হামলাকারী এবং যারা তাকে ব্যবহার করেছে তাদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অপর একটি ঘটনায় প্রাদেশিক রাজধানী পেশোয়ারে দু’জন দোকানিকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যা করে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

তবে দুটি হামলার কোনোটিরই এখনো কেউ দায় স্বীকার করেনি।

এর আগে গত ২৩ এপ্রিল উত্তর ওয়াজিরিস্তানের দেওয়াগর এলাকায় পাক-আফগান সীমান্তের ওপার থেকে সৈন্যদের উপর গুলি চালালে কমপক্ষে তিনজন পাকিস্তানি সৈন্য নিহত হন।

বন্দুকধারীদের এসব সহিংসতার জন্য কড়া নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন


আরো সংবাদ



premium cement