২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানের সুপ্রিমকোর্টে প্রথম নারী বিচারপতির শপথ

পাকিস্তানের সুপ্রিমকোর্টের প্রথম নারী বিচারপতিকে শপথ পাঠ করাচ্ছেন প্রধান বিচারপতি - ছবি : সংগৃহীত

পাকিস্তানের সুপ্রিমকোর্টের প্রথম নারী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন আয়েশা মালিক। সোমবার রাজধানী ইসলামাবাদের সুপ্রিমকোর্ট ভবনে শপথ গ্রহণ করেন তিনি।

পাকিস্তানি সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি গুলজার আহমেদ এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, আয়েশা মালিক কারো দয়ায় সুপ্রিমকোর্টের বিচারপতির দায়িত্ব পাননি।

প্রধান বিচারপতি বলেন, ‘নিজের মেধাগত যোগ্যতাতেই বিচারপতি আয়েশা এই পদে নিযুক্ত হয়েছেন।’

এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানে সুপ্রিমকোর্টে ও হাইকোর্টে বিচারপতিদের নিয়োগ দেয়া পাঁচ সদস্যের জুডিশিয়াল কমিশন অব পাকিস্তানের (জেসিপি) বৈঠকে সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবে আয়েশা মালিককে মনোনীত করা হয়। প্রধান বিচারপতির নেতৃত্বে জেসিপির বৈঠকে চার-এক ভোটে আয়েশা মালিককে মনোনীত করা হয়।

এর আগে গত বছরের ১৭ আগস্ট সুপ্রিমকোর্টের বিচারপতি মুশির আলমের অবসরের পর নতুন বিচারপতি নিয়োগে আয়েশা মালিকের নাম প্রস্তাব করেন লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি।

যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম উত্তীর্ণ হওয়ার পর ১৯৯৭ সাল থেকে পাকিস্তানে আইনী পেশা শুরু করেন আয়েশা মালিক। ২০১২ সালে লাহোর হাইকোর্টে বিচারপতি নিযুক্ত হন তিনি।

গত বছর জুনে এক মামলায় যৌন নিপীড়নে ভুক্তভোগীর কুমারিত্ব পরীক্ষাকে ‘অবৈধ ও পাকিস্তানের সংবিধান বিরোধী’ হিসেবে ঐতিহাসিক রায় দেন আয়েশা মালিক।

সূত্র : জিও টিভি


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার

সকল