১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

‘মুসলমানদের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমেই তা মোকাবেলা সম্ভব’

‘মুসলমানদের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমেই তা মোকাবেলা সম্ভব’ - ছবি : সংগৃহীত

ভারতের বিশিষ্ট আলেম ও জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি সাইয়েদ আরশাদ মাদানি বলেছেন, ‘মুসলমানদের ধর্ম ও আদর্শের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে তা কোনো প্রযুক্তি দিয়ে প্রতিহত করা যাবে না; বরং মুসলিম তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা অর্জন করে তা মোকাবেলা করতে হবে।

শুক্রবার জমিয়তের সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতে চলমান সহিংসতার দিকে ইঙ্গিত করে মুসলিমদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন আরো বলেন, ‘শিক্ষার মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্ম সাফল্য ও সমৃদ্ধির মাইলফলক স্পর্শ করতে পারবে।’

স্বাধীনতার পরে যে সরকারই ভারতের ক্ষমতায় এসেছে তারাই মুসলিমদের শিক্ষার ক্ষেত্রকে পাশ কাটিয়ে গেছেন। সাচার কমিটির রিপোর্ট উদ্ধৃত করে তিনি বলেন, ‘শিক্ষার ক্ষেত্রে মুসলিমরা দলিতদের চেয়েও পিছিয়ে।’

এটি এমনি এমনি হয়নি কিংবা মুসলিমরা ইচ্ছাকৃতভাবে শিক্ষা থেকে নিজেদের সরিয়ে নেননি; বরং ক্ষমতায় আসা সব সরকারই মুসলিমদের পিছিয়ে রেখেছে বলে মন্তব্য করেন বর্ষীয়ান এ আলেম।

তিনি বলেন, ‘নানারকম বাধা সৃষ্টি করে মূলধারার শিক্ষা থেকে মুসলমানদের বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা হয়েছে।’

মুসলমান অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আপনাদের সন্তানদের অগ্রাধিকার দিয়ে উচ্চশিক্ষা দিন। এখন তা দেয়ার সময় এসেছে। এমন স্কুল-কলেজের একান্ত প্রয়োজন, যেখানে আমাদের সন্তনেরা ধর্মীয় পরিবেশে কোনো বাধা ও বৈষম্য ছাড়াই উচ্চশিক্ষা অর্জন করতে পারে।’

এ লক্ষ্যে বিত্তশালী ও প্রভাবশালীদের এরকম শিক্ষাপ্রতিষ্ঠানে বিনিয়োগ করার আহ্বান জানান।

সূত্র : পুবের কলম


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

সকল