২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আফগানিস্তানের জন্য বাজেট ঘোষণা করল তালেবান

টহলরত আফগান নিরাপত্তা বাহিনী - ছবি : সংগৃহীত

আফগানিস্তানের জন্য বাজেট ঘোষণা করেছে তালেবান প্রশাসন। গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা লাভের পর প্রথমবারের মতো বাজেট ঘোষণা করে তালেবান কর্তৃপক্ষ। শুক্রবার আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় এমন তথ্য দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় বলেছে, মোট ৫৩.৯ বিলিয়ন আফগানি বা ৫২৪ মিলিয়ন মার্কিন ডলারের বাজেট ঘোষণা করেছে তালেবান কর্তৃপক্ষ। এটা ২০২২ সালের প্রথম চার মাসের জন্য নির্ধারণ করা হয়েছে। এ বাজেটের প্রায় সকল অর্থ আফগানিস্তানের সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যয় করা হবে।

আফগানিস্তানের সকল রাজ্যের সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন মেটানোর জন্য ঘোষিত বাজেটের অর্থ বন্টন করা হবে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য ৪৭৮ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রাখা হবে। এছাড়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য ৪৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে।

২০ বছর ধরে মার্কিন আগ্রাসনের পর এ প্রথমবারের মতো আফগানিস্তানে কোনো বিদেশী সাহায্য ছাড়া বাজেট ঘোষণা করা হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement