১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় বিপিন রাওয়াতের বিমান দুর্ঘটনা

গাছে ধাক্কা মেরে দাউদাউ করে জ্বলে উঠেছিল কপ্টারটি। - ছবি : এএফপি

দুর্ঘটনার সময় আকাশ থেকে হঠাৎ মাটিতে আছড়ে পড়েছিল সেনাবাহিনীর কপ্টার। তারপর গাছে ধাক্কা মেরে দাউদাউ করে জ্বলে উঠেছিল এমআই-১৭ কপ্টারটি। বুধবারের দুর্ঘটনার এমনই বিবরণ দিচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।

কৃষ্ণস্বামী নামে কুন্নুরের এক বাসিন্দা বলছেন, ‘প্রথমে একটা কানফাটানো আওয়াজ শুনতে পেলাম। ঘর থেকে বাইরে বেরিয়ে আসতেই দেখতে পেলাম, হেলিকপ্টারটি প্রচণ্ড গতিতে প্রথমে একটি গাছে ধাক্কা মারল। তার পরই দেখতে পেলাম একটা আগুনের গোলা। পরমুহূর্তেই সেটা সজোরে আরও একটি গাছে ধাক্কা মারল। দেখলাম, দুর্ঘটনাগ্রস্ত ওই কপ্টারটি থেকে দু’তিন জন বেরিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু তাদের গোটা শরীরই পুড়ে গিয়েছে তত ক্ষণে।’

কৃষ্ণস্বামী আরো বলছেন, ‘এর পর আমি লোকজনকে ডেকে আনি। আমরা সাহায্য করার চেষ্টা করি। দমকল এবং পুলিশকেও খবর দেয়া হয়।’

বুধবার বেলা ১২টা ৪০ মিনিটের দিকে তামিলনাড়ুর কুন্নুরে চা বাগানে ভেঙ্গে পড়ে ওই কপ্টারটি। তাতে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ অর্থাৎ সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। ছিলেন তার স্ত্রী মধুলিকাও। এমন ভয়াবহ দুর্ঘটনা দেখে হকচকিত প্রত্যক্ষদর্শীরা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল