১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানে টিএলপি-পুলিশ সঙ্ঘাত, রেঞ্জার্স মোতায়েন

পাকিস্তানের রেঞ্জার্স বাহিনীর সদস্যরা - ছবি : সংগৃহীত

পাকিস্তানে নিষিদ্ধঘোষিত দল তেহরিক-ই-লাব্বাইক বা টিএলপির সাথে পুলিশের সঙ্ঘাতের পর বিক্ষোভ দমনে মোতায়েন করা হচ্ছে রেঞ্জার্স সদস্যদের। বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ ঘোষণা দিয়েছেন, পরবর্তী ৬০ দিন পাঞ্জাবে বিপুল সংখ্যক রেঞ্জার্স মোতায়েন থাকবে। ডনের এক প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে।

গত শুক্রবার টিএলপির কয়েক হাজার কর্মী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। ওই দিন দু’পুলিশ সদস্য প্রাণ হারান। বুধবারও পুলিশ-টিএলপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মোট চার পুলিশ সদস্য নিহত আর ২৫০ জনের বেশি ব্যক্তি আহত হয়েছেন।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ বাহিনীর মুখপাত্র রয়টার্সকে বলেন, টিএলপি কর্মীরা পুলিশের বিরুদ্ধে এসএমজি, একে-৪৭ ও পিস্তলের ব্যবহার করেছে।

এরপর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওই বৈঠকে তিনি বলেছেন, টিএলপিকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জ জানাতে দেয়া হবে না।

বৈঠক শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির পাঞ্জাব প্রদেশে রেঞ্জার্স মোতায়েনের ঘোষণা দেন।

সূত্র : ডন


আরো সংবাদ



premium cement