২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানের বৈদেশিক বাণিজ্য ত্বরান্বিত করতে সৌদির ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠক - ছবি : সংগৃহীত

সৌদি আরবের উন্নয়ন তহবিল কর্তৃপক্ষ জনিয়েছে, তারা পাকিস্তানের বৈদেশিক বাণিজ্য ত্বরান্বিত করতে দেশটির সরকারি ব্যাংকে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এর মাধ্যমে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে। মঙ্গলবার সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এমন তথ্য দিয়েছে।

সৌদি উন্নয়ন তহবিল কর্তৃপক্ষ আরো বলেছে, সৌদি উন্নয়ন তহবিল পরিচালানার দায়িত্বে থাকা এক কর্মকর্তা এ বছরে পাকিস্তানের জ্বালানি তেল বাণিজ্য ত্বরান্বিত করতে দেশটিতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার জন্য অনুমোদন দিয়েছেন।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থার এসব সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী ও জ্বালানিমন্ত্রী হাম্মাদ আজহার।

জ্বালানিমন্ত্রী হাম্মাদ আজহার বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পণ্যের মূল্য বেড়ে যাওয়ার কারণে এ ধরনের বিনিয়োগ আমাদের বাণিজ্যিক কর্মকাণ্ডের ওপর চাপ কমাবে এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে যে সকল সমস্যা আছে তার সমাধান করবে।

এর আগে এ বছরের মে মাসে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, দেরিতে জ্বালানি তেলের মূল্য পরিশোধ করা হবে এমন শর্তে সৌদি কর্তৃপক্ষ পাকিস্তানকে জ্বালানি সরবরাহ করবে।

এ মাসের শুরুতে পাকিস্তানের অর্থমন্ত্রী শওকত তারিন বলেন, দেরিতে মূল্য পরিশোধ করা হবে এমন শর্তে সৌদি কর্তৃপক্ষ পাকিস্তানে জ্বালানি তেল সরবরাহ করতে রাজি হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ বছরের শুরুতে সৌদি আরব সফর করার সময় বাকিতে (দেরিতে মূল্য পরিশোধ করা হবে এমন শর্তে) জ্বালানি তেল সরবরাহ করার অনুরোধ করেন। এছাড়া এ সপ্তাহের সৌদি সফরেও একই অনুরোধ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এবারের সৌদি আরব সফরে ইমরান খান দেশটিতে অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের পরিবেশ বিষয়ক একটি সম্মেলনে যোগ দেন। এ পরিবেশ বিষয়ক সম্মেলনটি ‘ দ্যা মিডলইস্ট গ্রিন ইনেশিয়েটিভ সামিট’ নামে পরিচিত। তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ওই সম্মেলনে অংশগ্রহণ করেন। ওই পরিবেশ বিষয়ক সম্মেলনের সাইড লাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন সৌদি যুবরাজ।

সূত্র : রয়টার্স, জিও নিউজ


আরো সংবাদ



premium cement