২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

এবার উত্তরপ্রদেশ জয়ে যা করছেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় - ছবি : সংগৃহীত

ভারতের ত্রিপুরা, আসাম, গোয়ার পর এবার তৃণমূলের চোখ উত্তরপ্রদেশে। সোমবারই হাত ছেড়ে ঘাস-ফুলে যোগ দিলেন ললিতপতি ও রাজেশপতি ত্রুপাঠী। তারা পরলোকগত কংগ্রেস নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর দুই নাতি। রাজেশ সাবেক কংগ্রেস বিধায়ক এবং লতিতপতি দলের প্রদেশ শাখার সাবেক সহ-সভাপতি ও বিধায়ক ছিলেন।

মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এ দিন শিলিগুড়িতে তৃণমূলে যোগ দেন ললিতপতি ও রাজেশপতি। পশ্চিমবঙ্গের শাসক শিবিরে যোগদানের আগে এই দু’জনেই কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন বলে ঘোষণা করেন খোদ তৃণমূল নেত্রী।

এ দিন শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক শেষে এই যোগদান পর্ব চলে।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ছট পূজার পর সময় ও সুযোগ বুঝে বারাণসীতে যাবেন তিনি। বলেন, ‘আমাকে ললিত ও রাজেশ উত্তরপ্রদেশে যেতে বলেছেন। আমি বলেছি, কালী পূজা-ছট পূজা হয়ে যাক। তারপর তাদের আমন্ত্রণের ভিত্তিতে সময়-সুযোগ করে বারাণসী যাবো। অভিষেকও যাবে। লখনউ আমাদের অচেনা নয়, এলাহাবাদও আমরা চিনি। পশ্চিমবঙ্গ তো আমার হাতের মুঠোয়। মানুষ যখন চাইছে তখন আমরা অন্য রাজ্যেও যাবো।’
বারাণসীতে ত্রিপাঠীদের একসময় রাজনৈতিক প্রতাপ ছিল।

কংগ্রেস ছেড়ে বিভিন্ন রাজ্যের একাধিক শীর্ষ নেতা তৃণমূলে যোগদান করছেন। নজির আসামের সুস্মিতা দেব, গোয়ার লুইজিনহো ফেলেইরো। আর এতেই নানা প্রশ্ন উঠছে। ২০২৪-কে বিবেচনা করে বিজেপি বিরোধী জোটের কথা যখন চলছে ঠিক তখনই তৃণমূলের বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগে সরব হাত শিবির। এদিন এই অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল নেত্রী। আক্রমণ শানিয়েছেন কংগ্রেসকে।

তৃণমূলের যোগদানের মুহূর্তে সোমবার মমতা বলেন, ‘ললিতপতি ও রাজেশপতি ত্রিপাঠী কংগ্রেস থেকে পদত্যাগের পরই আমাদের দলে এসেছেন। রীতি মেনেই আমাদের দলে স্বাগত জানানো হয়ে থাকে।’
দল ভাঙানোর বিষয়টি নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘গত সাত বছরের বেশি সময় ধরে কংগ্রেস কেন বিজেপির বিরুদ্ধে লড়াই করলো না। নোটবন্ধি থেকে সিএএ, এনআরসি, জ্বালানি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির বিরুদ্ধে তৃণমূল লড়ছে, আওয়াজ তুলেছে। কংগ্রেস লড়েনি বলেই তো তৃণমূলকে এগিয়ে আসতে হয়েছে। হাতরাস, লখিমপুরে যখন তৃণমূলের প্রতিনিধিরা লড়াই করে পৌঁছে গেল তখন কংগ্রেস সার্কিট হাইসে ছিল। আমরা মাথা নুইয়ে চুপ করে বসে থাকতে রাজি নই।’

ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে তৃণমূলে নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। নেত্রীর দাবি, এ দিন গোয়ায় তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেয়া হয়েছে। পাশাপাশি তার প্রশ্ন ‘কেন উত্তরপ্রদেশের হাতরাস, লখিমপুরে সবাইকে যেতে আটকানো হয়েছিল?’

মমতার দাবি, ‘তৃণমূল সর্বভারতীয় দল। কিন্তু আমাদের সর্বত্র ওরা আটকাচ্ছে। এভাবে সম্ভব নয়। উত্তরপ্রদেশে আমি ও আমাদের দলের নেতারা যাবই। অন্যায়ের প্রতিবাদ করবো। আমাকে কেউ ডাকলে আমি যাবো। তৃণমূলকে মানুষ বিশ্বাস করে।’
রাজনৈতিক মহলের মতে দেশব্যাপী বিরোধী শক্তি হিসেবে কংগ্রেসের বিকল্প যে তৃণমূলই, তা প্রতিপদে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিরোধী জোটের প্রয়োজনীয়তার পক্ষে এদিনও আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, ‘বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে সবাইকে কাজ করতে হবে। আমরা পরিবারের মতো কাজ করবো।’

তবে জোটের নেতৃত্বের ভবিষ্যত নিয়ে মুখ খুলতে চাননি তৃণমূল সুপ্রিমো।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement
বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের

সকল