২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

পাকিস্তান-ভারত ক্রিকেটকে দেশের স্বার্থবিরোধী বললেন ভারতীয় যোগগুরু!

ভারতীয় যোগগুরু রামদেব
রামদেব - ছবি : সংগৃহীত

পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রিকেট ম্যাচকে ভারত ও হিন্দু ধর্মের স্বার্থবিরোধী হিসেবে মন্তব্য করলেন ভারতীয় যোগগুরু রামদেব। শনিবার ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের সাথে রামদেব বলেন, 'বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সাথে ক্রিকেট খেলা রাষ্ট্রধর্মের (হিন্দু ধর্ম) বিরোধী এবং দেশের স্বার্থের পরিপন্থী। কারণ ক্রিকেট খেলা ও সন্ত্রাস একসাথে চলতে পারে না।'

রামদেব বলেন, ভারতের উচিত পাকিস্তানের সাথে ক্রিকেট খেলা অবিলম্বে বয়কট করা।

রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সুপার টুয়েলেভের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হচ্ছে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে দুই দল পাঁচবার পরস্পরের মুখোমুখি হয়। পাঁচ ম্যাচেই ভারত পাকিস্তানকে হারায়।

সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement