২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ভিন্ন তিন হামলায় ছয় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সদস্য নিহত

পাকিস্তান-আফগান সীমান্তে দুই পাকিস্তানি সৈন্য - ছবি : আলজাজিরা/এএফপি

পাকিস্তানে ভিন্ন ভিন্ন তিন হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর প্রেস উইংয়ের প্রকাশিত ভিন্ন ভিন্ন বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, বুধবার রাতে পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের বাজাউর জেলায় এক অনুসন্ধান অভিযান চালানোর সময় বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে প্যারামিলিটারি ফ্রন্টিয়ার কর্পসের দুই সদস্য ও দুই পুলিশ সদস্য রয়েছে।

বুধবার বাজাউর জেলা থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে হাঙ্গু জেলার থাল এলাকায় এক নিরাপত্তা চেকপোস্টে হামলায় এক সৈন্য নিহত হয়েছে বলে সামরিক বাহিনীর অপর এক বিবৃতিতে জানানো হয়।

অপরদিকে বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কেচ জেলার এক নিরাপত্তা চেকপোস্টে হামলায় আরেক সৈন্য নিহত হয়েছে বলে পৃথক বিবৃতিতে জানায় পাকিস্তানি সামরিক বাহিনী।

তিন হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায়িত্ব স্বীকার করেনি।

খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে তালেবান থেকে বিচ্যুত তেহরিকে তালেবানের (টিটিপি) সাথে পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষ চলে আসছে। অপরদিকে বেলুচিস্তানে পাকিস্তান বিরোধী বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র তৎপরতা চলমান রয়েছেন।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement