২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণ কমল, স্বস্তি পজিটিভিটি রেটেও

গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণ কমল, স্বস্তি পজিটিভিটি রেটেও -

ক্রমশ স্বস্তি দিচ্ছে ভারতের করোনা পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণ কমেছে প্রায় ৪.৩ শতাংশ। সেই সাথে সামান্য স্বস্তি মিলেছে পজিটিভিটি রেটেও। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৯০ শতাংশ। তবে, এই জোড়া স্বস্তির মধ্যেও সামান্য চিন্তায় রাখবে অ্যাকটিভ কেস। কারণ, এই নিয়ে পরপর দু’দিন বাড়ল চিকিৎসাধীন রোগীর সংখ্যা।

রোববার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ৩২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় ৪.৩ শতাংশ কম। এক দিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৬০ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই কম।

দেশে এখনো পর্যন্ত করোনার বলি ৪ লাখ ৪৬ হাজার ৯১৮ জন। গত ২৪ ঘণ্টায় সামান্য নিয়ন্ত্রণে এসেছে কেরালার পরিস্থিতি। সেরাজ্যে এক দিনে করোনা আক্রান্ত ১৬ হাজারের কিছু বেশি।

সংক্রমণ কমলেও গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৪৭৬ জন।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৯ লাখ ২ হাজার ৩৫১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৬ হাজার ৩২ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৮৫ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৬৮ লাখের বেশি নাগরিক। গতকাল দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৫ লাখের বেশি।
সূত্র : সংবাদ প্রতিদিন

দেখুন:

আরো সংবাদ



premium cement