২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

‘দখলদার’ উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র আসাম : গুলিতে নিহত ২ ‘অনুপ্রবেশকারী’

পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোঁড়া পুলিশের গুলিতে অন্তত দু’জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। - ছবি : সংগৃহীত

‘বেআইনি দখলদারি’ উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র ভারতের আসাম। রাজ্যের দরং জেলার সিপাঝারে ‘অনুপ্রবেশকারী’দের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোঁড়া পুলিশের গুলিতে অন্তত দু’জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ ক’জন পুলিশ কর্মীও।

বৃহস্পতিবার সে রাজ্যের ঢোলপুর ৩ নম্বর এলাকায় ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’দের উচ্ছেদ করতে অভিযান চালায় আসামের পুলিশ বাহিনী। সে সময় পুলিশের উপর আক্রমণ চালায় স্থানীয়দের একাংশ। পাল্টা কাঁদানে গ্যাস আর রাবার বুলেট ছোঁড়ে পুলিশও।

সংঘর্ষের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। তাতে দেখা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকা এক ব্যক্তির উপর ছুটে এসে লাফাচ্ছেন এক ছবিগ্রাহক। পাশে দাঁড়ানো পুলিশরাও ওই গুলিবিদ্ধ ব্যক্তির উপর লাঠি চালাচ্ছে। কয়েকজন পুলিশ ওই ছবিগ্রাহককে টেনে সরিয়ে নেয়ার চেষ্টা করলেও গুলিবিদ্ধ ব্যক্তিকে লাথি, ঘুষি মেরেই চলেছেন তিনি।

প্রকাশ্যে আসা আরো বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, আহত পুলিশ কর্মীদের ধরে নিয়ে যাচ্ছেন সহকর্মীরা। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে শূন্যে গুলি চালিয়েছিল পুলিশ। উল্টো দিক থেকে পাল্টা পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement