২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ভারতে দৈনিক সংক্রমণ বাড়ল ৩.৬৫ শতাংশ, টিকাকরণে বিশ্বরেকর্ড

ভারতে দৈনিক সংক্রমণ বাড়ল ৩.৬৫ শতাংশ, টিকাকরণে বিশ্বরেকর্ড -

সেপ্টেম্বর-অক্টোবরেই ভারত জুড়ে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এমন আশঙ্কার কথা আগেই শুনিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। আর তার মোকাবিলা করতেই কোমর বেঁধেছে প্রশাসন। জোর দেয়া হচ্ছে ভ্যাকসিনেশনে।

আর সেই লক্ষ্যেই শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে চীনকে পিছনে ফেলে টিকাকরণে বিশ্বরেকর্ড গড়ল ভারত। এক দিনে ভারতের ২ কোটির বেশি মানুষকে দেয়া হলো করোনা টিকা। বিশেষ এই উদ্যোগের সাফল্যে খুশি মোদি। টুইট করে সেকথা জানিয়েছেন তিনি।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩৫ হাজার ৬৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় ৩.৬৫ শতাংশ বেশি। তবে সবচেয়ে বেশি চিন্তায় রাখছে মহারাষ্ট্র ও কেরালার পরিস্থিতি।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement