১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ভারত সীমান্ত থেকে চীনের সেনা সরিয়ে নিতে জয়শঙ্করের হুঁশিয়ারি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর - ছবি : সংগৃহীত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত সীমান্ত থেকে চীনের সেনাবাহিনী সরিয়ে না নিলে সম্পর্কের উন্নতি হবে না। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে কাতারের গণমাধ্যম আল-জাজিরা।

বৃহস্পতিবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে দেখা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেন, চীন ও ভারতের মধ্যকার সম্পর্কের উন্নতি তখনই হবে যখন উভয় দেশই সীমান্ত থেকে সেনাবাহিনী সরিয়ে নেবে। এ সময় তিনি বিতর্কিত হিমালয় সীমান্ত থেকে চীনের সেনাবাহিনী সরিয়ে নেয়ার বিষয়ে ইঙ্গিত দেন।

তিনি আরো বলেন, সামগ্রিক উন্নতির জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন। এ কারণে তিনি সীমান্ত এলাকা থেকে দু’দেশের সেনা সরিয়ে নেয়ার বিষয়েও গুরুত্ব দেন।

এদিকে চীনা কর্তৃপক্ষকে ভারত জানিয়েছে, হিমালয় সীমান্ত থেকে চীনের সেনাবাহিনী সরিয়ে নেয়ার পরই দু’দেশের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে।

পশ্চিম হিমালয় অঞ্চলে হাজারো চীনা ও ভারতীয় সেনা মুখোমাখি অবস্থান করছে। এর আগে এক সঙ্ঘাতের ঘটনার পর থেকে দু’দেশের সেনারাই যুদ্ধাবস্থায় রয়েছে।

গত বছরের জুন মাসে চীন ও ভারতের সেনারা মল্লযুদ্ধে লিপ্ত হলে দু’দেশের বহু সেনা মারা যান। কয়েক দশকের মধ্যে এটা ছিল দু’দেশের মধ্যকার প্রথম সঙ্ঘাত।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’ কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার

সকল