২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আমরুল্লাহ সালেহর বাড়ি থেকে ৬০ লাখ ডলার, স্বর্ণের বার উদ্ধার

আমরুল্লাহ সালেহর বাড়ি থেকে ৬০ লাখ ডলার, স্বর্ণের বার উদ্ধার - ছবি : সংগৃহীত

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং পাঞ্জশিরের প্রতিরোধ আন্দোলনের অন্যতম নেতা আমরুল্লাহ সালেহর বাড়ি থেকে ৬০ লাখেরও বেশি মার্কিন ডলার, বিপুলসংখ্যক স্বর্ণের বার ও মোবাইল ফোন জব্দ করার দাবি করেছে তালেবান। খমা প্রেস নিউজ এজেন্সি সোমবার এ খবর প্রকাশ করেছে।

তালেবান যোদ্ধারা একটি ভিডিওর মাধ্যমে ওই বাড়ি থেকে উদ্ধার করা ডলার ও অন্যান্য মূল্যবান সামগ্রী প্রদর্শন করে।

গত মাসে তালেবান বাহিনী কাবুল অবরোধ করলে সালেহ পাঞ্জশির উপত্যকায় পালিয়ে যান। সেখানে তিনি আহমদ মাসুদের সাথে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তবে পাঞ্জশিরের পতন ঘটলে আমরুল্লাহ সালেহ সেখান থেকে তাজিকিস্তানে পালিয়ে যান বলে গুঞ্জন রয়েছে।

পাঞ্জশির দখল তালেবানের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা। এর আগে কখনো তারা পাঞ্জশিরের নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারেনি। অবশ্য, দুর্গম পাঞ্জশিরের কোনো কোনো এলাকায় এখনো লড়াই চলছে। প্রতিরোধকারীরা লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

গত সপ্তাহে তাজিকিস্তানে নিযুক্ত ক্ষমতাচ্যু আফগান সরকারের রাষ্ট্রদূত বলেছেন, আহমদ মাসুদ ও আমরুল্লাহ সালেহ আফগানিস্তান থেকে পালিয়ে যাননি। তারা তালেবানের বিরুদ্ধে এখনো লড়াই করছেন।

ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারের নিযুক্ত দুশানবের রাষ্ট্রদূত জাহির আঘবার তাজিকিস্তানের রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেন, সালেহের সাথে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে। প্রতিরোধ নেতারা নিরাপত্তাগত কারণে সাধারণ যোগাযোগের বাইরে রয়েছেন।

তিনি বলেন, আমরুল্লাহ সালেহর সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তিনি বর্তমানে পাঞ্জশিরে রয়েছেন, ইসলামিক রিপাকলিক অব আফগানিস্তান সরকার পরিচারনা করছেন।

সূত্র : দি নিউজ


আরো সংবাদ



premium cement
চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে

সকল