২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়া ৯ হাজার আফগান জার্মানিতে বিপদে

পাকিস্তান সীমান্তের ‘ফ্রেন্ডশিপ গেটে’ দেশ ত্যাগ করতে যাওয়া একটি আফগান পরিবার। - ছবি : রয়টার্স

হাম ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় ৯ হাজার আফগানকে জার্মানির সেনা ঘাঁটিতে থাকতে বাধ্য করছে যুক্তরাষ্ট্র। আরো ৫৭ জন আফগান বিমানে উঠতে গিয়ে বাধা পেয়েছেন। ব্রিটেনের অভিযোগ- তাদের কাছে দরকারি কাগজপত্র নেই।

গত ২০ বছর যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের অন্যান্য দেশের সেনাদের নানাভাবে সহায়তা করেছেন তারা। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ায় নিজের দেশে তাদের জীবন বিপন্ন হতে পারে এমন আশঙ্কায় নিরাপদ জীবনের আশায় কাবুল থেকে বিমানে উঠেছিলেন তারা। কিন্তু যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হলেও ৯ হাজার আফগান এখন জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে।

শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন পিসাকি জানান, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া চারজনের দেহে হাম পাওয়া গেছে। ইতিমধ্যে কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাদের। অন্য আফগানদের মাধ্যমেও যাতে যুক্তরাষ্ট্রে হাম ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আগে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সবাইকে হামের টিকাও দেয়াতে চায় কর্তৃপক্ষ। তাই রামস্টাইন বিমান ঘাঁটিতে ৯ হাজার আফগানকে আপাতত রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল।

জেন পিসাকি আরো জানান, এমনিতে ওই ৯ হাজার আফগানের সর্বোচ্চ ১০ দিন রামস্টাইন বিমান ঘাঁটিতে থাকার কথা, তবে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল চাইছে, প্রত্যেকে জার্মানি থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং টিকা নেয়া সেরেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করুক।

ফ্রাঙ্কফুর্টে আরো ৫৭ জন
জার্মানির ভেল্ট আম জনটাগের খবর অনুযায়ী, ফ্রাঙ্কফুর্টে বিমানে ওঠার আগে বাধা পেয়েছেন তালেবানের হাত থেকে বাঁচতে দেশ ছাড়া ৫৭ জন আফগান। উজবেকিস্তান হয়ে জার্মানিতে এসেছেন তারা ব্রিটেনে যাওয়ার আশায়। কিন্তু বিমানবন্দরে যাওয়ার পর ব্রিটিশ কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের বিমানে উঠতে দেয়া যাবে না।

জার্মানির হেসে রাজ্যের সামাজিক সম্পর্ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, মানবিক কারণে ওই ৫৭ জন আফগানকে আপাতত ফ্রাঙ্কফুর্টের কাছের গিসেন শহরে নিয়ে রাখা হয়েছে।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের

সকল